রাতের অন্ধকারে কেবা কারা দামি আগর বাগান কেটে নিধন করে দিল মাথায় হাত আগর চাষির।।

 রাতের অন্ধকারে কেবা কারা দামি আগর বাগান কেটে নিধন করে দিল মাথায় হাত আগর চাষির।।


কৈলাসহর ইরানি থানার অধীন ইয়াজে খাওরা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের মদনই মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা মৌলানা লিয়াকত আলির দামি আগর বাগান রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কেটে ফেলে, গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পরে এভাবে বড় মাপের আগর গাছ নিধন করে দেয় দুষ্কৃতীরা ,তার পুনরাবৃত্তি আবারো ঘটল মৌলানা লিয়াকত আলীর  বাগানে, এদিকে চলতি মাসের গত ২৮ তারিখ রাতে এই কান্ড ঘটায় দুষ্কৃতীরা, গতকাল এসে দেখতে পান প্রায় এক শতাধিক গাছ কেটে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা, তা দেখে মাথায় হাত, বারবার একই বাগান নিধন এর পিছনে কার হাত রয়েছে ,এই ধ্বংসলীলা ঘটানোর জন্য কিছুই বুঝে উঠতে পারছেন না, পাঁচ বছরের লাগানো গাছ একবার বড় গাছ কাটলেও এবার ছোট মাপের গাছ এর পাশাপাশি সবজি বাগানও কেটে ফেলে দুষ্কৃতীরা, অন্যদিকে মৌলানা লিয়াকত আলীর সাথে কোন ধরনের কারো সাথে ঝগড়া বিবাদ নেই ,তবুও বারবার এই কান্ড উক্ত বিষয়ে স্থানীয় পঞ্চায়েত এর পাশাপাশি লিখিত আকারে ইরানি পুলিশ স্টেশনে অভিযোগ জানিয়েছেন_শুধু তাই নয় বনবিভাগ-কেও লিখিত বাগান নিধন সম্বন্ধে অবগত করেছেন, মহকুমা শাসক সহ এলাকার স্থানীয়দের অবগত করেছেন, প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ,আজ কয়েকজন এলাকাবাসীদের নিয়ে সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে ন্যায় বিচারের আশায় প্রশাসনের কাছে অনুরোধ করছেন যাতে সঠিক তদন্ত করে দূষিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান হয়। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন তদন্ত করে কি ভূমিকা গ্রহণ করে এদিকে তাকিয়ে রয়েছেন মৌলানা লিয়াকত আলী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ