আজ সংগঠন পর্বের জেলা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় খোয়াই জেলা কার্যালয়ে।

 আজ সংগঠন পর্বের জেলা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় খোয়াই জেলা কার্যালয়ে।

আজকের এই নির্বাচন প্রক্রিয়ায় সভাপতিত্ব করেন জেলা ডি আর ও মৃনাল কান্তি নাথ, উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। খোয়াই জেলা কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পদাধিকারী, জেলা মোর্চার সভাপতি গন, জেলার অন্তর্গত প্রতিটি মন্ডলের সভাপতি গন, এবং জেলা নির্বাচনের জন্য মনোনীত প্রত্যেক মন্ডল থেকে এক জন করে প্রতিনিধি। এই নির্বাচন প্রক্রিয়ায় মুলত ছয় মন্ডল সভাপতি এবং ছয় জন প্রতিনিধি যারা নমিনেশন পেপার নিয়েছে জেলা সভাপতি পদের জন্য তাদের কে দুইজন প্রস্তাবক সমর্থন করতে হবে। হতে পারে এটা মন্ডল সভাপতি বা মন্ডল প্রতিনিধি। আজ খোয়াই জেলা কার্যালয়ে চারজন কর্মকর্তা নমিনেশন ফর্ম ডি নেন।

সমীর কুমার দাস, সাধারণ সম্পাদক খোয়াই জেলা কমিটি। বীরমোহন দের্ববমা ,সহ সভাপতি খোয়াই জেলা কমিটি, সরুপা দত্ত উনি সাধারণ কার্য্যকর্তা, এবং বিনয় দের্ববমা উনি রাজ্য কমিটির সদস্য।

নিয়ম অনুযায়ী যারা জেলা সভাপতির জন্য আবেদন করবেন , উনাদের বয়স ৪৫ থেকে ৬০ বৎসরের মধ্যে হতে হবে। ছয় বছরের দলীয় সদস্য হতে হবে,দলের পদাধিকারী হতে হবে। কোন মামলা আছে এমন কেউ আবেদন করতে পারবেন না।

গুরুত্বপূর্ণ এই দলীয় পদ প্রার্থী ঘোষণা হতে পারে আগামী কাল। এখন সময়ের অপেক্ষা কুশাভাউ ভবন থেকে কি বার্তা আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ