গভীর রাতে বিশালগড়ে বিএমএসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত বেশ কয়েকজন।
গভীর রাতে বিএমএস জেলা সম্পাদক রাজু দেব, সহ-সভাপতি সজল দেবনাথ,গোষ্ঠীর সাথে বিএম এস রাজ্য কমিটির সদস্য সজল দেব গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ।পরবর্তী সময়ে আমবাগান স্থিত সজল দেবের বাড়িতে হামলা, ভাঙচুর।এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বুধবার রাতে বিশালগড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহতদের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জানাযায় এ সংঘর্ষে অল্পবিস্তর ১১ জন আহত হয়েছেন। অভিযুক্তের গ্রেপ্তার করার দাবিতে বিশালগড় থানায় ডেপুটেশান ও থানা ঘেরাও করলো রাজু দেব ও সজল দেবনাথ গুষ্টির লোকেরা।পাল্টা অভিযোগ সজল দেবের বাড়িতে আক্রমণ, ভাঙচুর, লুটপাটের ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মামলা দায়ের। রাতে ঘটনাস্থলে ছুটে আসে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক, বিধায়ক সুশান্ত দেব। তবে বিশালগড়ে এ দুই গোষ্ঠীর মধ্যে যতক্ষণ না পর্যন্ত কোনো কর্মী শহীদ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই সংঘর্ষ লেগে থাকবে বলে আর অপেক্ষা করছেন রাজনীতিবিদরা।বিশালগড়ে পরিমল সাহা ও গৌতম দত্তের সেই ভয়াবহ রাত যেন মানুষের চোখে পুনরায় ভেসে ওঠার উপক্রম দেখছে।
0 মন্তব্যসমূহ