মধুপুর থানা পুলিশ ও BSF-র তৎপরতাই দেশে ফিরলো তিন যুবক

 মধুপুর থানা পুলিশ ও BSF-র তৎপরতাই দেশে ফিরলো তিন যুবক

তিন উপজাতি যুবক মধুপুর থানাদিন দেবীপুর রাজারটিলা এলাকা হয়ে বিএসএফের কাছে অনুমতি নিয়ে বাংলাদেশ সীমান্তে কাজের উদ্দেশ্যে গিয়েছিল।

এমন সময় বাংলাদেশের বিজিবি তিন যুবককে গ্রেপ্তার করে প্রথমে চন্ডীদার বিওপিতে নিয়ে যাই সেখান থেকে কসবা থানায় নিয়ে আসে পরবর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়া থানায় নিয়ে গেলে তাদেরকে অনেক তল্লাশি চালিয়ে কিছু না পেয়ে শেষ পর্যন্ত কমলাসাগর মিয়া পাড়া বিএসএফের হাতে বুধবার গভীর রাতে তুলে দেয়। এদিকে এ খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে। পরিবারের কর্মকর্তারা ভেঙ্গে পড়ে। শেষ পর্যন্ত বুধবার গভীর রাতে মিয়াপাড়া বিএসএফ মধুপুর থানার পুলিশের হাতে তুলে দিলে মধুপুর থানা পুলিশ তিনজনকে তিনজনের পরিবারের হাতে তুলে দেয়। যদিও পরিবারের কর্তারা তাদেরকে কাছে পেয়ে দারুন খুশি। মধুপুর থানা পুলিশ ও বিএসএফ যথাসময়ে পদক্ষেপ গ্রহণ করাই এই তিন জনজাতি যুবক নির্দেশে ফিরতে সক্ষম হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ