বৃহস্পতিবার দুপুরবেলা কৈলাশহর RK ইনস্টিটিউশনে একটি মেঘা স্বাস্থ্য শিবির ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 বৃহস্পতিবার দুপুরবেলা কৈলাশহর RK ইনস্টিটিউশনে একটি মেঘা স্বাস্থ্য শিবির ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রদীপ প্রজ্জ্বলন করে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কৈলাশহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় চেয়ারপারসন ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারীক শীর্ষেন্দু চাকমা, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, কৈলাশহর পুরপরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে, চিকিৎসক পি দেববর্মা থেকে শুরু করে অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এদিন প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা বিনামূল্যে এই স্বাস্থ্যপরিসেবা গ্রহণ করে, পাশাপাশি ছাত্র-ছাত্রীরা তাদের শরীরের প্রতি যাতে যত্ন নেয়, এবং পড়াশোনায় যাতে আগামী দিনে আরও এগিয়ে যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ