টিএসআর জওয়ানের অকাল মৃত্যু!শোকের ছায়া ধর্মনগরের রাজবাড়ি এলাকায়।
আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ধর্মনগরের রাজবাড়ি এলাকায়। রাজবাড়ি দুর্গাপুর এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র দেবনাথ, যিনি ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর ষষ্ঠ ব্যাটেলিয়নের রাইফেলম্যান পদে কর্মরত ছিলেন, শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।জানা যায়,কর্মসূত্রে তিনি খোয়াই জেলার রামচন্দ্রঘাটস্থিত ব্যাটেলিয়নের হেডকোয়ার্টারে থাকতেন। শুক্রবার সন্ধ্যায় নিজের কোয়ার্টারে টিফিন খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই সহকর্মীরা তাকে ছেবরি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শনিবার সকালে ময়নাতদন্তের পর দেহটি ব্যাটেলিয়ন হেডকোয়ার্টারে আনা হয়, যেখানে সহকর্মীরা মরহুমকে শেষ সেলাম জানান। পরবর্তীতে বিকেলে দেহটি নিয়ে আসা হয় ধর্মনগরের নিজ বাড়িতে। সেখানে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকার মানুষের কান্নায় ভেঙে পড়ে গোটা রাজবাড়ি এলাকা। অবশেষে শনিবার সন্ধ্যায় ধর্মনগর মহাশ্মশানে সামরিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। দুলাল চন্দ্র দেবনাথের অকাল প্রয়াণে রাজবাড়ি এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।
0 মন্তব্যসমূহ