ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার ছৈলেংটা বাজার এর বিবেকানন্দ সংঘের উদ্যোগে শ্যামা পূজার আয়োজন করা হচ্ছে।

 লংতরাইভ্যালী মহকুমায় ছৈলেংটা শারদীয়া দুর্গাপূজার পর শুরু হতে চলেছে আলোর উৎসব দীপাবলীর শ্যামা পূজার আয়োজন। আর মাত্র কিছুদিন পরেই রাজ্যের মানুষ মেতে উঠবে দীপাবলীর অর্থাৎ শ্যামা মায়ের আরাধনায়। শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হওয়ার জন্য রাজ্যের সমস্ত জায়গায় চলছে শ্যামা পূজার জোর প্রস্তুতি। ঠিক একই ভাবে 

ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার ছৈলেংটা বাজার  এর  বিবেকানন্দ সংঘের উদ্যোগে  শ্যামা পূজার আয়োজন করা হচ্ছে। দিনরাত জোর কদমে চলছে পূজো মণ্ডপ তৈরীর কাজ। বিবেকানন্দর সংঘের উদ্যোগে বিগত বছরেও শ্যামা পূজার আয়োজন করা হয়েছিল এবং এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। এই বছর সঙ্গে শ্যামা পূজার জন্য ক্লাবের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। পূজা মন্ডপ তৈরিতে দিন রাত কাজ করে যাচ্ছে। ক্লাবে শ্যামা পূজার জন্য নির্দিষ্ট বাজেটের মধ্যেই মন্ডপ তৈরি থেকে শুরু করে আলোকসজ্জার কাজ করা হবে। ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে অন্যান্য বছরের মতো এই বছরেও আলোর উৎসব দীপাবলিতে শ্যামা পূজার উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, উপস্থিত থাকছেন এলাকার বিধায়কসহ বিশিষ্টজনেরা। ক্লাবের এই শ্যামা পূজা উপলক্ষে এলাকার গরিব দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ সহ আরো বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হবে। অতএব বিবেকানন্দের সঙ্গে এই বছরের শ্যামা পূজায় জনাব সকলের মনে ফিরে আসে আলো  এবং এলাকার সকল অংশের মানুষ যেন হিংসা বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়ে মায়ের আশীর্বাদ গ্রহণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ