চরম অব্যাবস্থাপনার মধ্যদিয়ে অনুষ্ঠীত করা হয় রাজ্যভিত্তিক হজাগিরি ফেষ্টিবেল!
শান্তির বাজার মহকুমার বগাফা দ্বাদশশ্রেনী বিদ্যালয় মাঠে অনুষ্ঠীত করাহয় রাজ্যভিত্তিক হজাগিরি ফেষ্টিবেল। এই ফেষ্টিবেলের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা। উদ্ভোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিন জেলার সভাতিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা। বুধবার রাতে আনুষ্ঠানিক ভাবে এই মেলার শুভ সূচনাকরাহয়। দুইদিনব্যাপী চলবে এইমেলা। মেলায় রাজ্যের বিভিন্নপ্রান্তথেকে ব্যাপকহারে লোকসমাগমঘটে। কিন্তু দেখাযায় মেলাকমিটির চরম অব্যাবস্থাপনার শিকার হয়েছে মেলায় আগত লোকজনেরা। সঠিকভাবে যানবাহন পার্কিং এর ব্যাবস্থা নাথাকারফলে লোকজনেরা ঘন্টার পর ঘন্টা লাইনে দারিয়ে থাকতেহয়েছে। লোকজনের অভিযোগ মেলাকমিটি শুধুমাত্র মেলার নামে অর্থ উপার্জনের চিন্তাভাবনা করেছে। মেলায় প্রদানকরা প্রচুর পরিমানে সরকারি অর্থ কিভাবে নয়ছয় করাযায় তানিয়ে মনযোগ দিয়েছে মেলাকমিটি। এছারা মেলায় যে সকল দোকানদাররা দোকানপাঠ নিয়েএসেছে তাদেরকাছথেকে দোকানভিটি দেওয়ার নামকরে বাঁকাপথে প্রচুরপরিমানে অর্থ আদায়ের অভিযোগ উঠেআসছে মেলাকমিটির বিরুদ্ধে। অপরদিকে মেলার চিঠির মধ্যে স্থানীয় এম ডি সি সঞ্জীব রিয়াং এর নাম দেওয়া হয়নি।হজাগিরি ফেষ্টিবেল রিয়াং জনজাতিদের মেলা তাসত্বেও স্থানীয় রিয়াং জনজাতিদের এম ডি সি কে বাদদিয়ে মেলা অনুষ্ঠিত করার চিন্তাভাবনা করে সঞ্জীব রিয়াং এর নাম চিঠিতে রাখাহয়নি। এই নিয়ে স্থানীয় এডিসি এলাকার লোকজনদের মধ্যে ব্যাপক গুঞ্জন শুরু হয়। সকলের জনপ্রিয় এম ডি সি কে কেন মেলা কমিটি অবহেলার চোখে দেখেছে তানিয়ে দেখা দিয়েছে প্রশ্ন চিহ্ন।এককথায় বলাচলে মেলাকমিটির চরম অব্যাবস্থাপনার মধ্যদিয়ে প্রথমদিনের রাজ্যভিত্তিক হজাগিরি ফেষ্টিবেল অনুষ্ঠীত করা হয়।
0 মন্তব্যসমূহ