স্বর্ণ পাচারকে কেন্দ্র করে সুলেমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) শশীমোহন দেববর্মার সাথে দেখা করেন এন.সি. নগর এলাকার একদল ক্ষুব্ধ এলাকাবাসী।

 স্বর্ণ পাচারকে কেন্দ্র করে সুলেমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) শশীমোহন দেববর্মার সাথে দেখা করেন এন.সি. নগর এলাকার একদল ক্ষুব্ধ এলাকাবাসী।

উল্লেখ্য, প্রায় এক মাস আগে স্বর্ণ পাচারকে কেন্দ্র করে ২২ বছর বয়সী যুবক সুলেমান হোসেন খুন হন। ঘটনায় মূল অভিযুক্ত রুকসানা বেগমকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করলেও, ঘটনার সঙ্গে জড়িত আরও সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের হলেও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি।

 এর পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা আজ পুলিশ প্রশাসনের কাছে তীব্র প্রতিবাদ জানায়।এলাকাবাসীরা সতর্ক করে দেন, আগামী সাত দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।এদিকে মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা এলাকাবাসীদের আশ্বস্ত করেন যে, তদন্ত দ্রুত এগিয়ে চলছে এবং খুব শীঘ্রই বাকি আসামিদেরও গ্রেফতার করা হবে।এ বিষয়ে এন.সি. নগর পঞ্চায়েত সদস্য আক্তার হোসেন জানান, প্রশাসনের আশ্বাসে আপাতত এলাকাবাসীরা শান্ত থাকলেও, নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তী বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ