আবারো গাঁজা বাগানে বিশালগড় থানার পুলিশ। রাজ্য পুলিশের সদর দপ্তরের নির্দেশ অনুসারে সিপাহী জেলা জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানার পুলিশের গাঁজা নিধন অভিযান অব্যাহত রয়েছে।
সিপাহীজলা জেলার অন্তর্গত সব কয়টি থানার পুলিশের উদ্যোগে বিশাল পুলিশবাহিনী, বিভিন্ন বাহিনীর পুরুষ ও মহিলা টিএসআর, জেলা গোয়েন্দা শাখা, সিআরপিএফ এবং বনদপ্তরের কর্মীরা প্রতিদিন কোন না কোন থানা এলাকায় গাঁজা বাগান ধ্বংস অভিযান অব্যাহত রেখেছে। তার ঐ অঙ্গ হিসেবে মঙ্গলবার সাত সকালে সূর্য ওঠার সাথে সাথেই বিশালগড় থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে থানার অন্যান্য পুলিশ, জেলা গোয়েন্দা শাখা, বনদপ্তর, বিভিন্ন বাহিনীর পুরুষ ও মহিলা টিএসআর বাহিনী এবং সিআরপিএফ বাহিনীর জওয়ানরা বংশীবাড়ী এডিসি ভিলেজ এর অন্তর্গত রঘুনন্দন ঠাকুরপাড়া এবং জগৎ রামপুর এলাকায় টিলা ভূমিতে অভিযান চালিয়ে ৭০ টি ফ্লটে প্রায় ৩ লক্ষ গাঁজা গাছ ধ্বংস করে দেয়।এদিন অভিযানকারী দলটি টিলা ভুমিতে একের পর এক গাঁজা গাছ ধ্বংস করতে থাকলে কিছু গাঁজা চাষিরা তাদের গাঁজা গাছ না কাটার জন্য আবদার করলেও পুলিশ কারোর আবদারই রাখেনি বরং একে একে প্রতিটি গাঁজা বাগান ধ্বংস করে। এদিন একাংশ গাঁজা চাষিরা বিশালগড় থানার ওসি বিজয় দাস কে দূর থেকে মেয়ে বিয়ে দেওয়ার জন্য এই গাঁজা বাগান লাগিয়েছে আবার কেউ বলছে আপনারা চলে যান না হলে আমার সর্বস্ব শেষ হয়ে যাবে, আমরা পথে বসে যাব পরিবার নিয়ে কিন্তু অভিযান কারী দলটি কোন গাঁজা চাষীর অনুরোধ কর্ণপাত না করে তাদের অভিযান জারি রাখে। এদিন বিশালগড় থানার ওসি বিজয় দাস সাংবাদিকদের জানিয়েছেন এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।

0 মন্তব্যসমূহ