ধলাইয়ে PWD-র কাজে চরম দুর্নীতি: লংতরাইভ্যালী টু ছাওমনু রাস্তার ১০ কিমি নিম্নমানের, ৭ কিমি কাজ বন্ধ; পথচলতি মানুষের তীব্র ক্ষোভ

 ধলাইয়ে PWD-র কাজে চরম দুর্নীতি: লংতরাইভ্যালী টু ছাওমনু রাস্তার ১০ কিমি নিম্নমানের, ৭ কিমি কাজ বন্ধ; পথচলতি মানুষের তীব্র ক্ষোভ

ত্রিপুরার ধলাই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা লংতরাইভ্যালী ছেলেংটা থেকে ছাওমনু পর্যন্ত দীর্ঘ ১৭ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ছাওমনু পিডব্লিউডি (PWD)-র অধীনে প্রায় দুই বছর আগে এই রাস্তার সংস্কারের জন্য টেন্ডার হলেও, বর্তমানে নিম্নমানের কাজ এবং দীর্ঘসূত্রিতার জেরে এলাকার সাধারণ মানুষ ও পথচলতি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

জানা গিয়েছে, প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির কাজের বরাত দেওয়া হয়েছিল পাঁচটি আলাদা ঠিকাদারী সংস্থাকে। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত মাত্র ১০ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়েছে। অভিযোগ উঠেছে, এই ১০ কিলোমিটার অংশে যে কাজ হয়েছে, তার মান অত্যন্ত নিম্ন। স্থানীয়দের মতে, রাস্তা নির্মাণের পরপরই বিভিন্ন জায়গায় ফাটল দেখা যাচ্ছে এবং অল্প বৃষ্টিতেই কার্পেটিং উঠে যাচ্ছে। পিডব্লিউডি-র একশ্রেণির আধিকারিক এবং ঠিকাদারদের যোগসাজশে এই ‘দু'নম্বরি কাজ’ করা হয়েছে বলে স্থানীয়রা সরব হয়েছেন।

৭ কিলোমিটার রাস্তা এখনও অসমাপ্ত

সবচেয়ে বড় উদ্বেগ সৃষ্টি হয়েছে বাকি ৭ কিলোমিটার রাস্তা নিয়ে। টেন্ডার এবং অর্থ বরাদ্দ হওয়ার পরেও এই অংশটির কাজ শুরুই হয়নি বা মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। ফলে পথচলতি মানুষ, বিশেষ করে ব্যবসায়ী ও রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বর্ষাকালে রাস্তাটি কাদায় ভরে যায় এবং শুখা মরসুমে ধুলোয় ঢেকে থাকে, যার ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে বলে অভিযোগ।

এই প্রসঙ্গে এলাকার একাধিক বাসিন্দা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, “বছরের পর বছর ধরে আমরা কষ্ট করে যাচ্ছি। বহু প্রত্যাশা নিয়ে কাজ শুরু হয়েছিল, কিন্তু এখন দেখছি যা হয়েছে তা নামমাত্র। আর বাকি রাস্তা কবে হবে, তা ঈশ্বরই জানেন। সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও কাজের মান এমন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।” তারা অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং নিম্নমানের কাজের যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।

জনসাধারণের দাবি, ছাওমনু PWD-র উচিত দ্রুত বাকি ৭ কিলোমিটার রাস্তার কাজ শুরু করা এবং ইতোমধ্যে নির্মিত ১০ কিলোমিটার নিম্নমানের কাজের জন্য দায়ী ঠিকাদার ও আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। অন্যথায়, বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ