সহশ্র কণ্ঠে গীতা পাঠ ।।শুক্রবার আস্তাবল ময়দানে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে

সহশ্র কণ্ঠে গীতা পাঠ ।।

শুক্রবার আস্তাবল ময়দানে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে শ্রীশ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে মহা ধর্মসভা ও সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হয় ।

উক্ত মহাধর্ম সভায় উপস্থিত ছিলেন পরম পূজণীয় পূর্বময় গোবর্ধন মঠ পুরী পীঠধেশ্বর  জগৎগুরু শঙ্করাচার্য স্বামী শ্রী অধক্ষজানন্দ দেবতীর্থজী মহারাজ গোবর্ধন পীঠ, অনন্ত শ্রী বিভূষিত জগৎগুরু মহামণ্ডলেশ্বর স্বামী যতীন্দ্রানন্দ গিরি মহারাজ, শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ পদ্মশ্রী চিত্ত মহারাজ, জগন্নাথজিও মন্দিরের মঠ রক্ষক ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ।

 প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের আহ্বায়ক উপাধ্যক্ষ

রামপ্রসাদ পাল আনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন। গীতা পাঠ এবং মহা ধর্মসভায় শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী টিংকু রায় মন্ত্রি প্রণোজিৎ সিংহ রায় মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ