ধলাই জেলার মনু শাখার ডি ডাব্লিউ এস দপ্তরের চরম গাফিলতি সংবাদ শিরোনামে।

আবারো ধলাই জেলার মনু শাখার ডি ডাব্লিউ এস দপ্তরের চরম গাফিলতি সংবাদ শিরোনামে।

জানা গেছে লংতরাইভ্যালি মহাকুমার অন্তর্গত গয়নামা এলাকায় সংশ্লিষ্ট ডি ডব্লিউ এস দপ্তরের তরফ থেকে বহু লক্ষ টাকা ব্যয় করে স্থানীয় এলাকাবাসীদের ঘরে ঘরে জল জীবন ভীষণ প্রকল্পের শুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে একটি জলের পাম্প মেশিন বসানো হল গত ২০২১ সালে কিন্তু আজ এত বছর হয়ে গেলেও এই পাম্প মেশিন শেখানোর চালু করা হয়নি। যখন তাদের এলাকায় এই পাম্প মেশিনটি বসানো হয় তখন এলাকাবাসীদের দেখা দিয়েছিল কেননা দীর্ঘদিনের জলের সমস্যা দূর হবে বলে। কিন্তু আজ চার বছর অতিক্রান্ত হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর এই পাম্প মেশিনটি চালু করার উদ্যোগ গ্রহণ করেনি। অভিযোগ মনু শাখার জি ডব্লিউ এস ডক্টরের আধিকারিকদের চরম গাফিলতির কারণে এই পাম্প মেশিনটি এতদিন ধরে চালু হচ্ছে না। মঙ্গলবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এই বিষয়টি উত্থাপন করতে গিয়ে জানিয়েছেন নবনির্মিত পাম্প মেশিনটি চার বছর ধরে চালু না হওয়ার পেছনে ডি ডব্লিউ এস দপ্তরের আধিকারিকদের গাফিলতি রয়েছে। তারা আরো জানিয়েছেন একাধিকবার এলাকাবাসীরা দপ্তরের আধিকারিকদের কাছে গিয়ে অনুরোধ জানিয়েছেন যেন গয়নামা এলাকায় জলের সমস্যা দূর করতে পাম্প মেশিন চালু করে কিন্তু এলাকাবাসীদের কোন কথায় কর্ণপাত করেনি দপ্তরের আধিকারিকরা। স্থানীয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের আকর্ষণ করে দাবি জানিয়েছেন খুব শীঘ্রই যেন তাদের এলাকার এই নবনির্মিত পাম্প মেশিনটি চালু করে এলাকায় জলের সমস্যা দূর করার ব্যবস্থা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ