উমাকান্ত একাডেমির স্ট্রংরুম ও গণনা কেন্দ্রের পরিকাঠামো ঘুরে দেখলেন অবজারভার।

 


উমাকান্ত একাডেমির স্ট্রংরুম ও গণনা কেন্দ্রের পরিকাঠামো ঘুরে দেখলেন অবজারভার।

সেন্ট্রাল অবজারভার Mr. Vivek L Bhimanwar, IAS এবং পশ্চিম ত্রিপুরার জেলা শাসক তথা লোকসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার কে সঙ্গে নিয়ে স্ট্রং রুম ও কাউন্টিং রুম সহ পোস্টাল ব্যালট রুমের নিরাপত্তা সহ বিভিন্ন জিনিস খতিয়ে দেখলেন। 

এবং সেন্ট্রাল অবজারভার খুবই খুশি নিরাপত্তা ব্যবস্থা দেখে এবং ফল গুলির কাজকর্ম দেখে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ