শশুর বাড়ি'তে চুরি করতে এসে এলাকাবাসী হাতে আটক জামাই

 শশুর বাড়ি'তে চুরি করতে এসে এলাকাবাসী হাতে আটক জামাই, বর্তমানে জায়গা হলো শ্রীঘরে। ঘটনা বহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর চামপ্লাই এলাকায়। 

কথায় আছে "শশুর বাড়ি মথুরা পুরি"। কিন্তু জামাই যখন সেই শশুর বাড়িতেই চুরি করতে আসে তখন মথুরা পুরি যেন পাল্টে যায়। আর জামাই আদরের বদলে কপালে জোটে উত্তম মধ্যম।

      ঘটনার বিবরণে জানা যায়, চামপ্লাই এলাকার বাসিন্দা রনধীর রায়ের মেয়ের জামাই সুখরঞ্জন রায় শশুর বাড়িতে শশুরের অবর্তমানে, অন্য আরেক জন'কে সাথে নিয়ে ঘরের তালা ভাঙ্গে বলে অভিযোগ। এরপর ঘরের আলমিরা, সোকেস ভাংচুর করে জিনিস পত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালালে, এলাকাবাসীদের নজরে আসতে আটক করে জামাই সুখরঞ্জন সহ তার সঙ্গী'কে। জানা যায় সুখরঞ্জন তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকার বাসিন্দা। জানা গেছে, কোন এক পারিবারিক ঝামেলার কারণে শাশুড়িও এই বাড়িতে থাকেনা। শশুর ও প্রায়ই বাড়ি খালি রেখে বেরিয়ে যায়। অন্যদিকে শশুরের সহয সরলার সুযোগ নিয়ে এর আগেও জামাই চুরি করে গরু সহ মূল্যবান জিনিস বলেও অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা। 

        বৃহস্পতিবার ও বাড়িতে শশুর যখন বাড়িতে ছিল না সেই সুযোগে চুরি করতে আসে। এলাকবাসী আগে থেকেই তার উপর নজর রাখছিল। কিন্তু হাতানাতে পাকড়াও করতে সক্ষম হয়নি। এদিন আর এলাকাবাসীর নজর এড়াতে সফল হয়নি জামাইবাবু। শেষে স্থানীয় বাসিন্দারা জমাই এবং তার সঙ্গীকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের থানায় এনে ঘটনার আসল রহস্য বের করার চেষ্টা করছে বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ