বাড়ি থেকে দুইশ মিটার দূরত্বে অর্ধনগ্ন অবস্থায় এক উপজাতি গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

 বাড়ি থেকে দুইশ মিটার দূরত্বে অর্ধনগ্ন অবস্থায় এক উপজাতি গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন জারুইলংবাড়ি স্থিত কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের পাশ্ববর্তী জঙ্গলে।

    পুলিশ ও মৃতার স্বামীর বক্তব্য অনুযায়ী খবরে প্রকাশ,, হোলি উপলক্ষে বুধবার রাতভর জারুইলংবাড়ি এলাকার বাসিন্দা সূর্যরাম রিয়াং এবং উনার স্ত্রী শান্তি দেববর্মা(৩৫) উভয়ে গলা পর্যন্ত মদ গিলে রাতে শুয়ে পড়ে। রাত গভীর হলে সূর্য রামের স্ত্রী শান্তি দেববর্মা মদের নেশায় বিভোর হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এমনটাই জানিয়েছে মৃতার স্বামী। এদিকে মৃতার স্বামী সূর্যরাম ও মদ্যপান করে থাকায় স্ত্রী শান্তি যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার কোন খোঁজ খবর করেনি সে। পরবর্তীতে বৃহস্পতিবার দিনভর শান্তি দেববর্মার খুঁজে পরিবার ও এলাকার লোকজন খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পায়নি। শেষ পর্যন্ত এলাকাবাসী এবং পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করে বৃহস্পতিবার রাতে জারুইলংবাড়ি কৃষক জ্ঞানার্জন কেন্দ্রর পার্শ্ববর্তী জঙ্গল থেকে অর্ধনগ্ন অবস্থায় শান্তি দেববর্মার নিথর মৃতদেহ চাক্ষুষ করে ঘটনার খবর দেয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ বিশাল দল বল নিয়ে ছুটে যায়। এবং ঘটনাস্থল থেকে অর্ধনগ্ন অবস্থায় শান্তি দেববর্মার নিথর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে। তবে কিভাবে মৃত্যু হয়েছে শান্তি দেববর্মা নামের বছর ৩৫ এর ওই উপজাতি গৃহবধূর এনিয়ে যদি ও হাজারো প্রশ্ন চিহ্নের জন্ম দিয়েছে। তবে ময়নাতদন্তের পরই শান্তি দেববর্মার মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হবে। এটি কি আসলেই আকন্ঠ মদ্যপান করার ফলে মৃত্যু হয়েছে শান্তি দেববর্মার নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ