চড়কবন এলাকায় যান দুর্ঘটনায় গুরুতরভাবে আহত NIT কলেজের প্রফেসর সহ গোটা পরিবার!
সিপাহীজলা চড়কবন এলাকায় গাড়ি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এনআইটি কলেজের প্রফেসর সহ তার গোটা পরিবার।। আহতদের বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে হাঁপানিয়া হাসপাতালের রেফার করেন বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রিয়েল মজুমদার। জানা যায় TR01AY0634 নাম্বারে একটি হুন্ডাই গাড়ি নিয়ে এনআইটি কলেজের প্রফেসর মিত্র বরুণ সরকার ও উদয়পুর থেকে নিজের গাড়ি নিয়ে আগরতলা উদ্দেশ্যে যাওয়ার পথে সিপাহীজলা চড়কবন এলাকায় দ্রুত গতিতে থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে স্বজোরে ধাক্কা লাগে।।
গুরুতর ভাবে আহত হয় মিত্র বরুন সরকার উনার সহধর্মিনী মৌমিতা বাগচী, সন্তান ইশানবি সরকার।। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে।। বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসাক আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে তাদের দ্রুত আগরতলা হাঁপানিয়া হাসপাতালে রেফার করেন।। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে চলে যায় বিশালগড় থানার পুলিশ।। দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করেন বিশালগড় থানার পুলিশ।।জানা যায় বেশ কিছুদিন পূর্বে একই স্থানে যান দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে এক ফল ব্যবসায়ীর।। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে পুনরায় একই স্থানে দ্বিতীয় দুর্ঘটনা।।

0 মন্তব্যসমূহ