জঙ্গল ছেড়ে গ্রামে বন্যপ্রাণীর 'তান্ডব', আতঙ্কিত মানুষের দৌড়ঝাঁপ!
সপ্তাহ কালের উপরে চলা দিশাহীন এক বাইশনের আনাগোনার ফলে সংশ্লিষ্ট এলাকার জনগণ আতঙ্কে অতিষ্ঠ হয়ে দৌড়ঝাপ করছে।।ঘটনা সোমবার সকালে কাঠালিয়া ব্লক এলাকার অন্তর্গত উত্তর এবং দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকার কৃষি মাঠ ও গ্রামীণ রাস্তা, এলাকা কাঁটাতারের বেড়া সংলগ্ন আইবিবি রোড, এমনকি বাড়িতে ও ঢুকে বাইসনটি দিশা হীন ভাবে দৌড়ঝাপ করছে।। এক অভিনব দৃশ্যঃ- প্রত্যক্ষদর্শী স্থানীয় মানুষ হইচই, চিৎকার চেঁচামেচিতে আরো উন্মুক্ত হয়ে বাইশনটি এখনো জঙ্গলে ঢুকতে পারেনি।।যদিও জয় চানপুরের বনদপ্তরের কর্মীরা এসে পেছনে পেছনে বাইক নিয়ে দৌড়ঝড়া কড়ছে।।
সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য এবং নিরাপদ আশ্রয় থাকার জন্য যাত্রাপুর থানার উদ্যোগে মাইকিং করা হচ্ছে।।সবার মুখোমুখি শুধু একই কথা একি কাণ্ড!এখনো জঙ্গলে ঢুকানো সম্ভব হয়নি।। লোকালয়ে বাড়ি বাড়ি বা গ্রামীণ সড়ক ধরে দৌড়াদৌড়ি করছে উন্মুক্ত বাইশনটি।।বনদপ্তরের অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত বন কর্মীদের খামখেয়ালিপনার কারণেই তৃষ্ণা অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চল থেকে দিশাহীন হয়ে এসেছে লোকালয়ে বাইসনটি।।শুধু এবারই নয় বিগত বছর গুলিতে ও দেখা গেছে এক এক করে সংরক্ষিত বনাঞ্চল থেকেই দুই দুইটি বাইসন দিশাহীন হয়ে লোকালয় হয়ে আসার পরিপ্রেক্ষিতে বন্য শিকারিরা হত্যা করে মাংস বিক্রি করা হয়েছিল।। শেষ পর্যন্ত বহু খোঁজাখুঁজির পর হদিস পাওয়া গিয়েছিল।।এখন প্রশ্ন হচ্ছে এই বাইসনটির ভাগ্যে ও যে আদৌ পরিণাম কি হতে চলছে সেটা হয়তো সময়ে বলবে।। যাত্রাপুর থানার পুলিশ আধিকারিক সুব্রত দেবনাথ জানিয়েছেন যে মানুষকে সতর্ক থাকার জন্য মাইকিং করা হচ্ছে এবং আধা সামরিক বাহিনীও পরিস্থিতির দিকে নজর রাখছে।।কাঠালিয়ার পরিস্থিতি এই নিয়ে অত্যান্ত উৎকণ্ঠিত মানুষ।।


0 মন্তব্যসমূহ