এক রাষ্ট্রবাদী নেতার আক্রমণে আহত হয়ে থানার দ্বারস্থ এক ব্যবসায়ী

 এক রাষ্ট্রবাদী নেতার আক্রমণে আহত হয়ে থানার দ্বারস্থ এক ব্যবসায়ী। জানা গেছে বিশালগড় থানার অন্তর্গত শরীলাম এর এক ব্যবসায়ী স্বপন মজুমদারের উপর বাঁশ দিয়ে আক্রমণ করে চরিলাম গৌতম কলোনি এলাকার এক রাষ্ট্রবাদী দাপটে নেতা রাজেশ দাস।

 রাষ্ট্রবাদী নেতার আক্রমণে গুরুতর অভাবে আহত হয়েছিলেন ব্যবসায়ী স্বপন মজুমদার। জানা গেছে আহত স্বপন মজুমদারের বাড়ি চরিলাম পরিমল চৌমুনী এলাকায়। রবিবার দুপুরে চরিলাম এর সমস্ত ব্যবসায়ীরা গাড়ি ভর্তি করে আহত ব্যবসায়ীকে নিয়ে বিশালগড় থানার পুলিশের দ্বারস্থ হন এবং অভিযুক্ত রাষ্ট্রপতি নেতা রাজেশ দাসের বিরুদ্ধে বিশালগড় থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করে। বিশালগড় থানার ওসি বিজয় দাস তাদেরকে আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই রাজেশ দাসের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিন ব্যবসায়ীরা জানিয়েছেন অভিযুক্ত নেতা রাজেশ দাসের যন্ত্রণায় অতিষ্ট হয়ে উঠেছে চরিলামের ব্যবসায়ীরা তাই তারা পুলিশ প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন পুলিশ যেন খুব শীঘ্রই রাজেশ দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ