আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য কুমারঘাট থানার পুলিশের

আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য কুমারঘাট থানার পুলিশের " সংবাদের প্রকাশ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  
কুমারঘাট থানাদিন ভাটি দুধপুর এলাকায় কুমারঘাট থানার ওসি শংকর সাহা ও থানার অন্যান্য পুলিশ TSR বাহিনীর যৌথ প্রচেষ্টায় সেখানে অভিয়ান চালিয়ে তিন প্যাকেট হিরোইন সঙ্গে ৪ নেশা ব্যবসায়ী দুটি গাড়ি নগদ ১৫০০০ হাজার ১৩০ টাকা কেশ এবং ১২০০ টি খালি কোটা সঙ্গে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ হিরোইন গুলির ওজন ৩৬.২৩ গ্রাম এবং আটক করা ২টি গাড়ি গুলির মধ্যে একটি হলো maruti suzuki DZR যার নম্বর TRO5 E 0769 এবং অন্য গাড়িটি হলো পেট্রোল অটো যারা নম্বর TRO4A3686 গাড়িটি আটক করে এনে কুমারঘাট থানা হেফাজতে রেখেছে পুলিশ পাশাপাশি চার নেশা ব্যবসায়ী নাম "পিকলু নমঃশূদ্র ওরফে সুমন বয়স ২৭ বাড়ি কুমারঘাট থানাদিন আনন্দ পল্লী এলাকায়, সুপ্রিয় দেব বয়স ২৮ বাড়ি কুমারঘাট সারদাপল্লী এলাকায়, অলীন মোহন ত্রিপুরা বয়স ৩৭ বাড়ি মনু থানাদিন ৮২ এলাকায়, ধর্মেন্দ্র ত্রিপুরা ৩১ বাড়ি ৮২ মাইল এলাকায়। 
এই অভিযানের গোটা বিষয়গুলি নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে কুমারঘাট থানার ওসি শংকর সাহা বলেন হিরোইন গুলির বাজার মূল্য ২ লক্ষ টাকার অধিক উনি আরো বলেন চার নেশা ব্যবসায়ীদের মধ্যে পিকলু নমঃশূদ্রের বিরুদ্ধে আগেও কোর্টে মামলা রয়েছে তাই মঙ্গলবার রাতে ফের পিকলু নমঃশূদ্রের নেতৃত্বে সেখানে চার ব্যবসায়ীদের মধ্যে টাকা লেনদেন মধ্যে আদান-প্রদান চলছে তখন পুলিশ আচমকা অভিযান চালিয়ে ৪ নেশা ব্যবসায়ীকে জালে তুলতে সক্ষম হয়। এবং তাদের বিরুদ্ধে NDPS মামলা হাতে নিয়ে মঙ্গলবারেই তাদেরকে কৈলাশহর জেলা আদালতে প্রেরণ করা হবে।এবং আগামী দিনে এ ধরনের নেশা বিরোধী অভিয়ান জারি থাকবে কুমারঘাট থানা এলাকায় বলে জানিয়েছেন ওসি শংকর সাহা। 

ফটিকরায় থেকে বিকাশ কপালির রিপোর্ট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ