দি অল ত্রিপুরা বুক সেলার্স ও পাবলিকেশনের অনবদ্য টেকনিক

দি অল ত্রিপুরা বুক সেলার্স ও পাবলিকেশনের অনবদ্য টেকনিক। আর এতেই বই বাজারে নবম,দশম,একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের বইয়ের হাহাকার। 


সঠিক ভাবে বই পাচ্ছে না ছাত্র ছাত্রীরা। রাজ্য সরকারের তরফে এই সংস্থাকে বরাত দেয়া হয় বই গুলো গোটা রাজ্যে ক্ষুদ্র পুস্তক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেবার জন্য। অথচ বাস্তবে কিন্তু হচ্ছে উল্টোটাই। 


ক্ষুদ্র ব্যবসায়ীরা বই পাচ্ছেন না বিক্রি করার জন্য। অপরদিকে দি অল ত্রিপুরা বুক সেলার্স এন্ড পাবলিকেশনের একটা গ্রূপ নিজেরাই বাজারে খুচরো ভাবে বই বিক্রি করে চলেছেন। বিল দিচ্ছেন সাদা কাগজে। অরিজিনাল বিল ও দিচ্ছে না কতিপয় ব্যবসায়ী। এতে করে রীতিমতো কালোবাজারি চলছে রাজ্যে বইয়ের বাজারে। মহকুমার ছোট ছোট দোকানদাররা দিনের পর দিন আসছেন আগরতলা শহরে এই সংস্থার কাছে। কিন্তু তাদের দেয়া হচ্ছে না পাঠ্যবই গুলো। এই নিয়ে রীতিমতো উত্তাল বই বাজার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ