মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করার পর অস্বীকার করায় এক কলেজ পড়ুয়া ছাত্রী এক যুবকের বিরুদ্ধে শুক্রবার সকালে সোনামুড়া থানায় মামলা দায়ের করে!
জানা গেছে সোনামুড়া থানার অন্তর্গত উরমাই গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের সাইদুল হক এর ছেলে মুজাম্মাল হোসেন একই থানা এলাকার রাঙ্গামাটিয়া এলাকার কলেজ পড়ুয়া ১ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। যুবকটি ওই কলেজ পড়ুয়া ছাত্রীটিকে তার মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। ওই যুবতী মেয়েদের জন্য যতবার পাত্র পক্ষ দেখতে আসতো ততবার মুজাম্মাল হোসেন ওই যুবকটি বিয়ে ভেঙ্গে দিয়েছে।। একাধিকবার মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করার পর মেয়েটিকে বিয়ে করার জন্য যখন যুবকটিকে বলা হয় তখন সে বিয়ে করতে অস্বীকার করে। মেয়ের যুবকটির কাছে কান্নাকাটি করেও অনেকবার যুবকটিকে অনুরোধ করা হয় কোন ভাবেই সেই যুবতী মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়নি। অবশেষে শুক্রবার ওই যুবতী মেয়েটি মুজাম্মাল হোসেন এর বিরুদ্ধে সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে পাশাপাশি সংবাদ মাধ্যমে বিস্তারিত ঘটনা তুলে ধরেন।। পুলিশ মেয়েটিকে আশ্বস্ত করেছে বিষয়টি তারা সুষ্ঠুভাবে তদন্ত করে আইন অনুসারে পদ ক্ষেপ গ্রহণ করবে। এদিকে ভুক্তভোগী যুবতী মেয়েটি অভিযুক্ত মুজাম্মাল হোসেনের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে।।

0 মন্তব্যসমূহ