বিশালগড় নিউ মার্কেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে খাদ্য ও মেট্রোলজি দপ্তরে অভিযান!
রাজ্য খাদ্য দপ্তরের ডাইরেক্টর নির্মল অধিকারীর নির্দেশে বিশালগড় নিউ মার্কেটে শুক্রবার দুপুর বারোটায় খাদ্য ও মেট্রোলজি দপ্তরে আধিকারিকদের অভিযান। জানাযায় বাজারে পেঁয়াজ আলু চিনি অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে এমনটাই গোপন খবর ছিলো প্রশাসনের আধিকারিকদের কাছে। সেই গোপন খবরের ভিত্তিতে প্রশাসনের আধিকারিকদের এই দিনের এই নিউমার্কেট বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান। এ দিনের এই অভিযানে ছিলেন আগরতলা খাদ্য দপ্তরে ডেপুটি ডাইরেক্টর স্বপন দেববর্মা ছিলেন লিগ্যাল মেট্রলজির অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার নিতা দেবনাথ, ছিলেন বিশালগড় মহকুমার ফুড সেফটি অফিসারগন এদিনে বিশালগড় নিউমার্কেটে অভিযান চালিয়ে ৩টি দোকানে মূল্য তালিকা না থাকাই, পাশাপাশি তিনটি পাশাপাশি ৫টি দোকানকে লিগ্যাল মেট্রোলজির বিধি নিষেধ মান্যতা না দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর অভিযোগে ৫টি দোকানকে নোটিশ করা হয়। এদিকে খাদ্য দপ্তর ও মেট্রোলজি দপ্তরে কর্মীদের অভিযানের আগাম খবর পেয়ে অসাধু কিছু সংখ্যক ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অন্যত্র চলে যান। বিশালগড় নিউ মার্কেট থেকে সোজা চলে আসেন বিশালগড় নিচের বাজার। বিশালগড় নিচের বাজার আসামাত্রই অনেক অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সোজা অন্যত্র চলে যান। বিশালগড় নিচের বাজারে একটি মিষ্টির দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার ব্যবহার করায় পাশাপাশি অন্য ২ মুদির দোকানে ওজন মাপার যন্ত্র , লাইসেন্স সঠিক না থাকাই মোট ৩টি দোকানকে নোটিশ করা হয়। প্রতিনিয়ত এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান খাদ্য দপ্তরে ডেপুটি ডাইরেক্টর স্বপন দেববর্মা।

0 মন্তব্যসমূহ