ঘন্টার পর ঘন্টা এলাকায় নেই বিদ্যুৎ!বিদ্যুৎ না থাকার কারণে বন্ধ পানীয় জল সরবরাহ

ঘন্টার পর ঘন্টা এলাকায় নেই বিদ্যুৎ!বিদ্যুৎ না থাকার কারণে বন্ধ পানীয় জল সরবরাহ।। তাই বাধ্য হয়ে এলাকাবাসীরা বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধে নামল।।।



ঘটনা ধর্মনগর পুরো পরিষদের ১২ এবং ১৩ নং ওয়ার্ড অর্থাৎ কলেজ রোড এলাকায়।।স্থানীয়দের অভিযোগ অল্প বৃষ্টিতে কিংবা ঝড়ো হাওয়াতেই ঘন্টার পর ঘন্টা গোটা এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকে।।শুধু তাই না বিদ্যুৎ না থাকার কারণে গোটা এলাকায় পানীয় জল থেকে বঞ্চিত থাকে।।বহুবার বিদ্যুৎ দপ্তরকে সমস্যার স্থায়ী সমাধানের জন্য আবেদন করা হয়েছে।। কিন্তু দপ্তর কোন উদ্যোগ গ্রহণ করেনি।। এর ফলে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বাধ্য হয়ে স্থানীয় এলাকাবাসী রেলগেট-দূর্গাপুর থেকে কলেজ রোড যাওয়ার মূল সড়কটি অবরোধ করে বসে।।এলাকাবাসীদের অভিযোগ গোটা এলাকায় কলেজের বহু ছাত্র রয়েছে রয়েছে বহু অসুস্থ রোগী রয়েছে।। এই এলাকায় রয়েছে মুসলাম সম্প্রদায়ের বসবাস।।বর্তমানে তাদের চলছে রমজান মাস।। তাই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় তাদের প্রত্যেককেই সমস্যায় পড়তে হচ্ছে।।এমনকি একনাগারে প্রায় ১৬ ঘণ্টা অতিক্রান্ত এখনো বিদ্যুতের দেখা মেলেনি।। তাই বিদ্যুৎ সংযোগের স্থায়ী সমাধান না হলে তারা অবরোধ প্রত্যাহার করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ