গ্রামে আয়রন রিমুভ্যাল প্ল্যান্ট থাকা স্বত্বেও রাস্তা নির্মানকারী সংস্থার তালবাহানার কারনে তিন বছর ধরে গ্রামবাসীরা পানীয়জল জল পাচ্ছেন না। গ্রামবাসীরা বহু কষ্ট করে পানীয় জল সংগ্রহ করছেন বলে গ্রামবাসীরা নিজেরাই জানান।
এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনা কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে জলাই গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকায়। নিরুপায় গ্রামবাসীরা প্রশাসনের দারস্থ হয়েছেন। চৌঠা এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জলাই গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকায় সংবাদ প্রতিনিধিরা সংবাদ সংগ্রহ করতে গেলে গ্রামের স্থায়ী বাসিন্দা মাধু দেব, রাধিকা রঞ্জন গোপ, রীনা পাল, বিমল গোপ, সুচিত্রা ঘোষ, সুমন পাল, মতিলাল ঘোষ, হেমেন্দ্র কুমার দাস সহ আরও অন্যান্য গ্রামবাসীরা জানান যে, জলাই গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে কৈলাসহর-কুমারঘাটের ছোটো রাস্তাটি বিগত তিন বছর পূর্বে ডাবল লেনের কাজ শুরু করেছিলো নির্মানকারী সংস্থা এন.এইচ.আই.ডি.সি.এল।
তিন বছর পূর্বে ডাবল লেনের কাজ শুরু সময়ে রাস্তা নির্মানকারী সংস্থার শ্রমিকরা পুরনো রাস্তার পাশে থাকা জলাই গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকার পানীয়জল সরবরাহের পাইপ কেটে দিয়েছিলো। তখন থেকেই জলাই গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকায় পাইপ দিয়ে পানীয়জল যাওয়া কিংবা সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিলো। সেই সময় গ্রামবাসীরা রাস্তা নির্মান কারী সংস্থার সাথে আলাপ আলোচনা করার পর নির্মানকারী সংস্থার পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয়েছিলো যে, রাস্তার কাজ সম্পুর্ন হয়ে যাওয়ার পর নির্মান কারী সংস্থার পক্ষ থেকে পানীয়জল সরবরাহের পাইপ ঠিক করে দেওয়া হবে। কিন্তু বাস্তবে ঠিক এর উল্টো চিত্র। বিগত প্রায় সাত থেকে আট পূর্বে ডাবল লেনের কাজ সম্পুর্ন যাবার পরও আজ অব্দি রাস্তা নির্মান কারী সংস্থা জলাই গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকার পানীয়জল সরবরাহের পাইপের কাজ করে দেয়নি। এব্যাপারে গ্রামবাসীরা কয়েকবার রাস্তা নির্মান কারী সংস্থার উচ্চ পদস্থ আধিকারিকের নিকট অনেক বার লিখিত ভাবে এবং মৌখিক ভাবে জানানোর পর নির্মান কারী সংস্থার পক্ষ থেকে বর্তমানে জানানো হয়েছে যে, জলাই গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকায় পানীয়জল সরবরাহের কাজ স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের পক্ষ থেকে করে দেওয়া হবে। এই কথা শোনার পর গ্রামবাসীরা স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকের সাথে যোগাযোগ করা হলে দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের জানানো হয়েছে এই কাজ রাস্তা নির্মান কারী সংস্থাই করবে। এসব শোনে গ্রামবাসীরা হতভম্ব হয়ে যায়। গ্রামবাসীরা আরও বিস্ফোরক মন্তব্য করেন যে, আশ্চর্যজনক হলেও সত্যি, জলাই গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকায় বিগত দশ বছর পূর্বে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের পক্ষ থেকে আয়রন রিমুভ্যাল প্ল্যান্ট স্থাপন করা হয়েছিলো। এবং এই প্ল্যান্ট থেকেই পাঁচ নং ওয়ার্ডের মানুষদের পানীয়জল পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যেত। অথচ বর্তমানেও পাঁচ নং ওয়ার্ড এলাকায় আয়রন রিমুভ্যাল প্ল্যান্ট থাকা স্বত্বেও পাঁচ নং ওয়ার্ডের মানুষরা পানীয়জল থেকে বঞ্চিত। সেক্ষেত্রে স্থানীয় জলাই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত কর্তৃপক্ষ আন্তরিক নয় বলে পাঁচ নং ওয়ার্ড এলাকার মানুষরা পানীয়জল থেকে বঞ্চিত। নিরীহ দুঃস্থ অসহায় গ্রামবাসীরা কোনো উপায় না পেয়ে কিংবা কারো কোনো ধরনের আশ্বাস না পেয়ে চলতি সপ্তাহে ঊনকোটি জেলার জেলাশাসক, কৈলাসহর থানার ওসি এবং কৈলাসহরের মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগ করে তাদের দারস্থ হয়েছেন বলে গ্রামবাসীরা জানান
বাইট- তিনজন গ্রামবাসী।


0 মন্তব্যসমূহ