অপুর ২৬ কোটি টাকার ফেনসিডিল আটক!

অপুর ২৬ কোটি টাকার ফেনসিডিল আটক!
নর্থইষ্টের কুখ্যাত মোস্ট ওয়ান্টেড নেশা কারবারি বক্সনগরের অপু রঞ্জন দাসের ট্রেনের কন্টেনারে গুজরাট ও পার্টনার এন সি বির হাতে আটক ২৬ কোটি টাকার ফেনসিডিল।। অসম ভাইয়া ত্রিপুরাতে প্রচারের উদ্দেশ্যে পার্টনার বাচবারন স্টেশনে DP WORLP নামক কন্টেনারে পাটনা এন সি বি আটক করে।। প্রথম কন্টেইনার টি আটক হয় গুজরাট স্টেশনে এই খবরের ভিত্তিতে পাটনা এনসিবি ও আটক করতে সক্ষম হয় ইতিমধ্যেই গুজরাট পুলিশ ও পাটনা এন সি বির বক্সনগরের হোটেল ও টাইলস ব্যবসায়ী নেশা কারবারি টিটু মিয়ার দোকানে অপু রঞ্জন দাশের বাড়িতে অভিযান করে কিছু ত্রিপুরা প্রশাসনের আমলারা।। কারণ তারা গা ঢাকা দিতে সক্ষম হয়।। সূত্রের খবর অনুযায়ী তাদের লাইন ম্যান হিসেবে কাজ করছে আগরতলা কের চৌমুহনী স্তিত তন্ময় ভট্টাচার্জ, ওরফে রাজু।। ত্রিপুরা প্রশাসনকে মেনেজ করার দায়িত্বে আছেন তিনি।। অপু এবং টিটুর বিরুদ্ধে অস্ত্র আইন (ARMS CASE) ফেন্সি গাঁজা ইত্যাদি ডজন খানেকের কেইস রয়েছে এন সি বি ও রাজ্য পুলিশে।। অপুকে কেউ গ্রেপ্তার করার সাহস দেখায় না।। গত দুই মাস আগে রাজ্য ক্রাইম ব্রাঞ্চ কে ও অশ্বিনী মার্কেট এলাকা থেকে অপুকে গ্রেফতার করতে যায় অপুর সাগরদের ক্রাইম ব্রাঞ্চের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে কোন রকমে তারা প্রাণ বাঁচিয়ে পালায় অপু আগরতলা ও কলকাতাতে রয়েছে কোটি কোটি টাকার জায়গা।। সবকিছুর আইনত তথ্য থাকার কারণেও ত্রিপুরা পুলিশ অপু টিটু তন্ময়কে গ্রেফতার করতে পারছে না।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ