প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে সোমবার ফটিকরায় বাজারে নির্বাচনি সভা ও মিছিল

পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জুটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে সোমবার ফটিকরায় বাজারে নির্বাচনি সভা ও মিছিল অনুষ্ঠিত হয় এদিন প্রথমে সিপিআইএম দলীয় অফিসের সামনে থেকে একটি মিছিল বের হয় মিছিলটি ফটিকরায় বাজারের বিভিন্ন পদ পরিক্রমা করে পুনরায় ফটিকরায় বাজারে সম্মুখে এসে মিলিত হয় মিছিলে উপস্থিত ছিলেন CPIP দলের রাজ্য কমিটির অন্যতম সম্পাদক পবিত্র কর পাবিয়াচডা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের বিজিত প্রার্থী সত্যবান দাস, কংগ্রেস দলের ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক সমীরন দাস সিপিআই কুমারঘাট মহাকুমা সম্পাদক মিন্টু চন্দ্র দাস সহ প্রমুকরা এদিন প্রত্যেকেই প্রার্থীর জয়ের আশা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এদিন বক্তারা বক্তব্য দিতে গিয়ে পাবিয়াছড়া এবং ফটিকরায় এলাকার শাসক দলের বিভিন্ন দুর্নীতি গুলি নিয়ে সরব হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ