আজ ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে ফটিকরায় ক্রিকেট টুর্নামেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত "স্বামী বিবেকানন্দ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের" শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস. নেশার বিরুদ্ধে সুস্থ ও সচেতন সমাজ করে তুলেতে যুবকদের মাঠ মুখী করতে এধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বলেন মন্ত্রী সুধাংশু দাস ।
যুব সমাজকে নেশা করাল গ্রাস থেকে মাঠমুখি করার জন্য সকল যুবসমাজকে মন্ত্রী আহ্বান এই ধরনের টুর্নামেন্ট যাতে প্রতিটি জায়গায় করা হয় তাহলে যুব সমাজ নেশা করার গ্রাস থেকে ফিরে আসবে। এই টুর্নামেন্টে মোট ২০টি দলকে নিয়ে আয়োজিত হয় এই টুর্নামেন্টের ।আজ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রি সুধাংশু দাস এই বার্তা রাখলেন যুবসমাজের প্রতি। কুমারঘাট থেকে রোকন পাল এর রিপোর্ট
0 মন্তব্যসমূহ