আবারো অবৈধভাবে গাড়িতে করে বিলেতি মদ পাচার করার সময় পুলিশের হাতে আটক একটি alto গাড়ি ও সঙ্গে গাড়ির চালক সহ মদগুলি প্রাপ্ত খবরে এ জানা যায় TR02L0469 নম্বরে একটি alto হান্ড্রেডে করে বিলেতি মদ বোঝাই করে গাড়িটি পেচারতলের দিক থেকে কুমারঘাট হয়ে লংতরাই বেলির করমছডা যাওয়ার পথে
বৃহস্পতিবার গাড়িটিকে প্রথমে কুমারঘাটে ৯১ মাইল এলাকায় পুলিশের নাকাতে কুমারঘাট শহরের ট্রাফিক পুলিশ গাড়িটিকে সিগন্যাল দেয় তারপর সিগন্যাল অমান্য করে গাড়িটি পালিয়ে যায় তখন কুমারঘাট থানার পুলিশ ধাওয়া করে কুমারঘাট থানা সামনে থেকে গাড়িটি কে আটক করে তল্লাশি চালিয়ে প্রায় ৩০০ বোতল বিয়ার নামক বিলেতি মদ উদ্ধার করে এবং গাড়ি চালক শুকুরাম দেববর্মা কে পুলিশ আটক করে।
জানা য়ায় চালকের বাড়ি লংতরাই বেলির মনু থানাদিন করমছডা এলাকায় এবং পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে তদন্ত করছে বলে এই সংবাদ জানান কুমারঘাট থানার ওসি শংকর সাহা। পাশাপাশি আগামী দিনেও কুমারঘাট থানা এলাকায় এ ধরনের নেশা বিরোধী অভিযান জারি থাকবে বলে জানায় পুলিশ
ফটিকরায় থেকে বিকাশ কপালির রিপোর্ট
0 মন্তব্যসমূহ