আগামী ১৯ এ এপ্রিল সারা ভারতবর্ষে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। তার সঙ্গে ছোট রাজ্য ত্রিপুরাতেও হবে লোকসভা নির্বাচন।
আসন মাত্র দুটি। কিন্তু দুটি আসনে শাসকদল বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে কোন কিছুর ঘাটতি রাখছেন না। প্রচার থেকে শুরু করে মিছিল মিটিং, নির্বাচনীয় ছোট ছোট জনসভা, বাড়ি বাড়ি প্রচার সবকিছু মিলিয়ে শাসক দল অনেক এগিয়ে। আজকে সোনামুড়া মন্ডলের মেলাঘর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তথা সোনামুড়া বিধানসভার ২৮ নম্বর বুথে শাসক দলের পক্ষ থেকে জনসম্পর্ক অভিযান করা হয়, ঐদিন জন সম্পর্ক অভিযানে পা মেলান ২৮ নম্বর ভূতের প্রবাসী কর্ণজিত দাস, মেলাঘর পৌরসভার কাউন্সিলর মালেক মিয়া, ২০১৮ সালে যারা সিপিএমের বিরুদ্ধে মেলাঘরে স্বল্প কিছু কর্মী নিয়ে জীবনে ঝুঁকি নিয়ে রাজনীতি করেছিলেন, রয়েছেন হাশেম মিয়া ও সুন্দর আলী সহ আরো অন্যরা। তবে ঐদিন জনসম্পর্ক অভিযানে এক সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে বিজিবি নেতা হাশেম মিয়া বলেন তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছেন এবং মানুষ প্রস্তুতি নিয়ে ফেলছে সামনে লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেব কে বিপুল ভোটে জয়ী করবে।
0 মন্তব্যসমূহ