থানায় অভিযোগ করেও মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করিয়ে অভিযুক্তকে মুক্তি পাইয়ে দিল কিছু ভদ্রবেশি ব্যক্তি।

জানা গেছে গত কিছুদিন আগে বিশালগড় থানার অন্তর্গত চরিলাম আড়ালিয়া এলাকার এক মাঝ বয়সি মহিলা ওনার নিজ বাড়িতে স্নান করছিল আর ঠিক সেই সময় একই এলাকার সুয়েল রানা নামে এক বিবাহিত যুবক ওই মহিলার স্নান করার ভিডিও চুরি করে মোবাইলে ধারণ করে নেয় এবং পরবর্তী সময়ে এই অশ্লীল ভিডিও এলাকার যুবকদের কাছে বিভিন্নভাবে ভাইরাল করে দেয়। কিছুদিন পর ওই মহিলা সহ মহিলার এক ছেলে এলাকার কিছু যুবকদের মোবাইলে এই ভিডিও দেখতে পায় আর তখন ওই মহিলা সময় নষ্ট না করে বিশালগড় মহিলা থানার অভিযুক্ত সুয়েল রানার বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। বিশালগড় মহিলা থানার পুলিশ ওই মহিলার অভিযোগ গ্রহণ করে সেদিনই অভিযুক্ত সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার অভিযুক্ত সোহেল রানাকে থানায় আটক করার পর অভিযুক্ত সোয়েল রানার সাথে মোটা অংকের টাকা চুক্তি করে তাকে থানা থেকে ছাড়িয়ে আনতে দৌড়ঝাপ শুরু হয় কিছু ভদ্র পোষাক পরিধান করা ব্যক্তিরা। তখন ওই ব্যক্তিরা বিশালগড় মহিলা থানার পুলিশের সাথে কথা বলে অভিযোগকারী ওই মহিলাকে থানায় ডেকে আনে এবং ওই মহিলাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করিয়ে মামলা প্রত্যাহার করতে বাধ্য করে। তখন বাধ্য হয়ে ওই মহিলা মামলা প্রত্যাহার করার আবেদন জমা দিয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরে যান। যদিও ওই মহিলা চেয়েছিলেন এই ধরনের চরিত্রহীন ব্যক্তিদের আইনের মাধ্যমে কঠোর শাস্তি দেওয়ার জন্য কিন্তু তার বদলে ওই মহিলা চাপের মুখে পড়ে মামলা প্রত্যাহার করে নিতে হলো। আর অন্যদিকে পার পেয়ে যাওয়া অভিযুক্ত সোহেল রানা মনের আনন্দে বাড়িতে ফিরে গেল।চরিলাম এলাকায় অনেকেই বলছে শোনা গেছে দেশের ন্যায় ব্যবস্থার যদি এই হাল হয় তাহলে মানুষ কার কাছে গিয়ে ন্যায্য বিচার পাবে!
0 মন্তব্যসমূহ