অচেনা প্রচন্ড দাবদাহ গরমে নাজেহাল অস্থির জনজীবন। আর সে সময় তৃষ্ণার্ত পথচারীদের তেষ্টা মেটাতে স্কাউটস এবং গাইডস পরিচালিত স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। বুধবার তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশনে দূর দুরান্ত থেকে আসা যাওয়া রেল যাত্রী,রেল কর্মী সহ পথ চলতি মানুষদের এবং যানবাহন চালকদের মধ্যে ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয়।
বিগত কিছুদিন ধরে অজানা দাবদাহ গরমে জন জীবনে নেমে পড়েছে নাজেহাল ও অশান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে এই অবস্থার মোকাবেলায় ঘরে বসে না থেকে মানুষের সেবায় মানসিকতা সম্পন্ন ত্রিপুরা স্কাউটস এবং গাইডস কল্যাণপুর ইউনিট পরিচালনাধীন স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা দূরদূরান্ত থেকে আসা-যাওয়া রেল যাত্রীদের তৃষ্ণা মেতাতে তেলিয়ামুড়া রেল স্টেশনে ঠান্ডা পানীয় জল বিতরণ কর্মসূচি পালন করে। উল্লেখ্য,স্কাউটস এবং গাইডস এমন একটি দল যা শিশুদের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রশিক্ষণ দেয়। স্কাউট গ্রুপ সাধারণত উচ্চ বিদ্যালয়ের ছেলেদের জন্য এবং উচ্চ বিদ্যালয়ের মেয়েদের জন্য গাইড। স্কাউট এবং গাইডস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের বাইরে যায় এবং বিরাজমান পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে দলগতভাবে দিতে শেখে। তারা সহযোগিতা, বন্ধুত্ব, দলগত গতিশীলতা, খেলাধুলা এবং যেকোনো পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার জন্য কিছু জীবন দক্ষতা শিখে। অর্থাৎ স্কাউটস এবং গাইডস প্রশিক্ষণের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা সমাজ সেবামূলক কাজকর্মে লিপ্ত হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্কাউট এবং গাইডস এর সদস্যরা সর্বদা নিজেদের জীবন উজার করে দেই মানুষদের স্বার্থে। মঙ্গলবার তেলিয়ামুড়া রেল স্টেশনে দূরদূরান্ত থেকে আগত যাত্রীদের মধ্যে স্কাউট এবং গাইডস কল্যাণপুর ইউনিটের পক্ষ থেকে ঠাণ্ডা পানীয় জল বিতরণ করা হয় এবং সেই সাথে এই তীব্র তাপপ্রবাহ ও দাবদাহ থেকে কিভাবে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে যাত্রীদের সতর্ক করা হয়। এই দিনের এই পানীয় জল বিতরণ সচেতনামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কাউট মাস্টার অভিজিৎ আচার্য।

0 মন্তব্যসমূহ