স্টিল ফুট ব্রিজে যাতায়েত বন্ধের জেরে মার খাচ্ছে ব্যবসা !

 স্টিল ফুট ব্রিজে যাতায়েত বন্ধের জেরে মার খাচ্ছে ব্যবসা !

দীর্ঘদিন যাবত জরাজীর্ণ দশাগ্রস্থ স্টিল ফুট ব্রিজ বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন সাধারণ কৃষক থেকে শুরু করে বাজার ব্যবসায়ীরা। গত ২০ জুন 2011 সালে সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত শহরের মূল বাজারের সঙ্গে গোমতী নদীর দক্ষিণ পাড়ের মানুষজনের যাতায়াতের সুবিধার্থে তৎকালীন বাম সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন হয়েছিল সোনামুড়া বাঁশ বাজার সংলগ্ন স্টিল ফুট ব্রিজ।


এই ব্রীজ নির্মাণের ফলে গোমতী নদীর দুপারের জনগনের জন্য যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অনেকটাই উপযোগী হয়ে ওঠে। বিগত কিছুদিন যাবৎ এই ব্রীজটি ব্যবহারের ক্ষেত্রে মহকুমা প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। কেননা বৃষ্টিতে জং ধরে যাওয়ায় সৃষ্টি হয়েছে বড় বড় ফাটল আর সেটা হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। কিছুদিন পূর্বে প্রশাসনের তরফ থেকে এই ব্রীজটি ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার ফলে সমূহ সমস্যায় পড়েছে সাধারণ কৃষক থেকে শুরু করে সোনামুড়া শহরের ব্যবসায়ীরা। কেননা ঘুর পথে যাতায়াত এবং মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে অনেকটাই বে সাপেক্ষ হচ্ছে কৃষকদের জন্য। অপরদিকে এই ফুট ব্রীজটি বন্ধ থাকায় সোনামুড়া শহরের মূল বাজারে এর প্রভাব পড়েছে বলে অভিমত ব্যক্ত করলেন বাজার ব্যবসায়ীরা। বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল উক্ত বিষয়টিকে কেন্দ্র করে দেখা করেন সোনামুড়া মহকুমা শাসকের সঙ্গে। যদিও মহকুমা শাসকের পক্ষ থেকে জেলাশাসককে উক্ত বিষয়টি জানানো হলে সংশ্লিষ্ট দপ্তর থেকে এই ব্রীজটি পুনরায় সারাই করার জন্য ওয়ার্ক অর্ডার জারি করা হয়। যাতে ধার্য করা হয়েছে প্রায় 21 লক্ষ ৫২ হাজার ১২২ টাকা । যদিও দৃশ্যতা পরিলক্ষিত হয় নিজের জীবনকে ঝুঁকি রেখেই এই সেতুটি দিয়ে পারাপার হচ্ছে ছ মানুষজন।তাই কৃষক থেকে শুরু করে সাধারণ পথ চলতি মানুষজন দাবী জানাচ্ছেন দ্রুত যেন এই ব্রীজটি মেরামত করে পুনরায় মানুষের যাতায়াতের উপযোগী করে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ