নিউ জীবনানন্দ শিশু নিকেতন ও চন্দ্রনগর মাদ্রাসার যৌথ উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

নিউ জীবনানন্দ শিশু নিকেতন ও চন্দ্রনগর মাদ্রাসার যৌথ উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন


বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে বিশালগড় মহকুমার বাইদ্যাদিঘী স্থিত নিউ জীবনানন্দ শিশু নিকেতনের এবং ২নং চন্দ্রনগর ইসলামিয়া জুনিয়র মাদ্রাসার যৌথ উদ্যোগে নিউ জীবনানন্দ শিশু নিকেতনের মাঠে অত্যন্ত অনাড়ম্ব অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব তামাকমুক্ত দিবসটি পালিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক মহরম আলী। তামাকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান করেন মহরম আলী। অনুষ্ঠানের প্রধান অতিথি সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক বলেন বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি বছর ৩১ মে বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে।


২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি পালিত হয়। এছাড়াও দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকে বলে মত ব্যক্ত করেন তিনি।


মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। দিবসটি সরকার, জনস্বাস্থ্য সংগঠন, ধূমপায়ী, উৎপাদনকারী, এবং তামাক শিল্পের কাছ থেকে উদ্যম এবং প্রতিরোধ উভয়ের মাধ্যমে বিশ্বজূড়ে পালিত হয়ে আসছে। তামাকমুক্ত দিবস উপলক্ষে নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করার জন্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের প্রতি অনুরোধ করেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। অনুষ্ঠানে শিশু নিকেতন ও মাদ্রাসার ছাত্ররা বসে আঁকো প্রতিযোগিতা ও বিভিন্ন ধরনের নৃত্যে অংশ নেয়। তাদেরকে পুরস্কৃত করেন অতিথিরা। আলোচনা করেন বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা, সহকারী প্রধান শিক্ষিকা উত্তরা চাকমা, ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্য মাওলানা জাকির হুসাইন আল-জলিলী, প্রধান রত্না শুক্লা দাস, শিক্ষক অতুল কুমার সিনহা, নিউ জীবনানন্দ শিশু নিকেতনের সম্পাদক শ্রীধাম চন্দ্র ভৌমিক, মাদ্রাসা এস এম সি কমিটির সম্পাদক আবু কাওসার, সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আলমগীর শাহ, নিউ জীবনানন্দ শিশু নিকেতনের প্রধান শিক্ষক আত্মার হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ