কু‌য়োর ভিতর থে‌কে মৃত মোরগ বের কর‌তে গি‌য়ে হত তিন। আহত দুই।

 কু‌য়োর ভিতর থে‌কে মৃত মোরগ বের কর‌তে গি‌য়ে হত তিন। আহত দুই। চাঞ্চল‌্য আসামের লক্ষ্মীপু‌রে।

*****************************************************২০ মে :---- কু‌য়োর ভিতর থে‌কে মৃত মোরগ বের কর‌তে গি‌য়ে তিন যুব‌কের মর্মা‌ন্তিক মৃত‌্যু সহ অন‌্য দুজন গুরতর আহত হ‌য়ে বর্তমা‌নে হস‌পিট‌্যা‌লে চিকিৎসাধীন।হৃদয় বিদারক এই ঘটনাটি সংঘ‌টিত হ‌য়ে‌ছে আসামের লক্ষ্মীপু‌রে।ঘটনার বিবরণে জানা ‌গে‌ছে রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে থাকা এক‌টি পাকা কুয়াে‌তে একটি মৃত মোরগ পড়ে থাকতে ওটা‌কে বা‌হি‌রে বের কর‌তে প্রথমে প্রসেনজিত দেব না‌মের এক যুবক কু‌য়োর ভেতরে প্রবেশ ক‌রেন।‌


কিন্তু তি‌নি নির্ধা‌রিত সম‌য়রে ম‌ধ্যে কু‌য়োর ভিতর থেকে বাইরে বে‌রি‌য়ে আসছেন না ‌দে‌খে দ্বিতীয় ব‌্যক্তি তথা প্রসেন‌জি‌তের ভাই মনোজিত দেব কু‌য়োর ভেতরে ঢুকে নিরু‌দ্দেশ হ‌য়ে যান।এ‌তে দীর্ঘ সময় ধ‌রে দু ভাই কু‌য়োর ভিতর থে‌কে বা‌হি‌রে বের হ‌চ্ছেন না দে‌খে তৃতীয় ব্যক্তি হিসা‌বে পড়শীর অমিত সেন কু‌য়োর ভেতরে প্রবেশ করে তি‌নি নি‌খোজ হ‌য়ে যান।ততক্ষ‌নে খবর‌টি চাউর হ‌লে অকুস্থ‌লে ভিড় জমান বি‌ভিন্ন জনগন।প‌রে কু‌য়োর ভিত‌রে থাকা তিন যুবক‌কে বের কর‌তে ভিত‌রে প্রবেশ ক‌রেন অজয় সেন ও রাজকুমার রিকিয়াসন না‌মের অন‌্য দুই যুবক।তারা র‌শি নি‌য়ে কু‌য়োর ভিত‌রে প্রবেশ ক‌রতে গি‌য়ে টের পান যে ভিত‌রে অ‌ক্সি‌জে‌নের অভা‌বে শ্বাস প্রশ্বাস নেওয়া যা‌চ্ছে না।এ‌তে তা‌দের আর্তনা‌দে বিষয়‌টি ত‌ড়িঘ‌ড়ি জানা‌নো হয় লক্ষ্মীপুর পুলিশকে।এ‌মন খব‌রে ওসি কমলেশ সিং দলবল সহ ফায়ার ব্রিগেডের কর্মীদের স‌ঙ্গে নি‌য়ে ঘটনাস্থলে ‌পৌ‌ছে কু‌য়োর ভিত‌রে থাকা পাঁচ ব‌্যক্তি‌কে উদ্ধা‌রের প্রচেষ্টা ক‌রে ব‌্যর্থ হন।প‌রে খবর দেওয়া হয় শিলচর এসডিআরএফ বাহিনীকে।ততক্ষ‌নে খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে উপস্থিত হন কাছাড়ের এস‌পি নোমাল মাহা‌তো অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন লক্ষ্মীপুরের সার্কেল অফিসার সহ লক্ষীপুর ডিডিএম এর কর্মী সহ-স্বাস্থ্য বিভাগের কর্মীরা।তখন এসডিআরএফ টিম অ‌ক্সি‌জেন‌ সি‌লিন্ডার নি‌য়ে কু‌য়োর ভিত‌রে প্রবেশ ক‌রে টানা এক ঘন্টা প্রচেষ্টা ক‌রে মৃতপ্রায় অবস্থায় তিনজন‌কে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন কর‌লে কর্তব্যরত চিকিৎসক প্রসেন‌জিত ম‌নো‌জিত ও অ‌মিত‌কে মৃত বলে ঘোষণা করেন।এ কা‌ন্ডে আহত অন‌্য দুই যুবক বর্তমা‌নে চি‌কিৎসাধীন।উক্ত কা‌ন্ডে এলাকা জু‌ড়ে শোকের ছায়া নে‌মে আ‌সে।‌সোমবার মৃত‌দেহ ময়না তদ‌ন্তের পর প‌রিবারব‌র্গের হা‌তে সম‌ঝে দেয় পু‌লিশ।(কদমতলা থেকে ভানু চন্দের রিপোর্ট)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ