আকস্মিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রইসিসহ মোট ৯ জন নিহত
ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছিলো গতকাল রবিবার খারাপ আবহাওয়া ও কুয়াশা থাকার কারণে হেলিকপ্টার হার্ড ল্যান্ডিং করার চেষ্টা করেন তারপর এই দুর্ঘটনা । তবে বিমানটি ঠিক কোথায় বিধ্বস্ত হয়েছিলো সেটা চিহ্নিত করা যাচ্ছিলো না। অবশেষে দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বাংসাবশেষের সন্ধান মিলেছে। তবে প্রেসিডেন্ট রইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউই আর বেঁচে নেই। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ