জঙ্গলে উদ্ধার মৃতদেহ, সন্দেহ খুন! কাঁকড়াবন থানাধীন জামজুরিতে মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!!
রবিবার সাতসকালে উদয়পুর মহকুমায় পালাটানা এলাকায় এক ব্যক্তির মূতদেহ পাওয়া যায়।ঘটনার বিবরনে জানা যায় গত শুক্রবার সকালে উদয়পুর লালটিলা এলাকার বাসিন্দা উত্তম দাশ (৫০) নামে এক ব্যক্তি কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়।সারাদিন উত্তমের কোন খোঁজ পাওয়া যায়নি। বাড়ির লোকজন বহু খোঁজা খুঁজি করে রবিবার সকাল পর্যন্ত উত্তমের কোন সন্ধান না পেয়ে বাড়ির হতাশ হয়ে পড়েন। ইতিমধ্যে রবিবার সকাল সাড়ে এগারোটায় উত্তমের দেহ লালটিলা এলাকায় একটি জঙ্গলে পড়ে থাকতে দেখে কাঁকড়াবন থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। গিয়ে উত্তমের দেহ কাঁকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পুলিশ উত্তম কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পুলিশ হাতে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।

0 মন্তব্যসমূহ