গত ২৬ এপ্রিল কৈলাসহরে প্রবল ঝড় ও শিলাবৃষ্টির ফলে অসহায় এক কংগ্রেস কর্মী পাপ্পু খানের থাকার একমাত্র ঘরটির উপর বড় একটি গাছ ভেংগে পড়ে যাওয়ায় পাপ্পু খানের ঘরটি সম্পুর্নরুপে ধ্বংস হয়ে যায়।
পরের দিন সাতাশ এপ্রিল কংগ্রেস কর্মী পাপ্পু খান তার ঘরের উপর পড়ে থাকা গাছটি কাটার জন্য গাছের উপর উঠলে সেখান থেকে সে পা পিছলে পড়ে যায়। পরবর্তী সময় স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা উদ্যোগ নিয়ে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার জটিল অপারেশনের পর ছয় দিন সে সেই বেসরকারি হাসপাতালে থাকার পর তেসরা মে শুক্রবার তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু হাসপাতালের দেড় লক্ষ টাকার উপর হয়ে যাওয়ায় তার পরিবারের পক্ষে তা দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান উদ্যোগ নিয়ে কংগ্রেস পরিচালিত বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে নির্বাচিত সদস্যদের কাছ থেকে টাকা সংগ্রহ করে আজ দেড় লক্ষ টাকা হাসপাতালে দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে সে কিছুটা সুস্থ। জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামানের এ ধরনের উদ্যোগে কংগ্রেস কর্মীদের মনোবল অনেকটাই বৃদ্ধি পেয়েছে

0 মন্তব্যসমূহ