১২ কোটি টাকার জায়গা নিয়ে সোনামুড়া স্বদীয় নেতাদের সংঘর্ষ প্রকাশে!
জায়গা ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে সোনামুড়া নগর পঞ্চায়েতের দুই জন প্রতিনিধির বিবাদ প্রকাশ্য সোনামুড়ায়।জায়গা ক্রয়ে নাম উঠে আসছে সোনামুড়া মন্ডল প্রেসিডেন্ট বিশ্বজিৎ দাসের। ঘটনার বিবরণও জানা যায় সোনামুড়ি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় দীর্ঘ বহু বছর যাবৎ কিছু মিষ্টি দোকান এবং অন্যান্য দোকানদাররা এখানে ব্যবসা করে আসছিলো।হঠাৎ কিছুদিন আগে মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া নাকি ওই দোকানদার দের ওই দোকান ছেড়ে উঠে যেতে চাপ দেয়।কিছু দোকানদার দোকান ছেড়েও দেই।আর কিছু কিছু দোকানদার এখনো তাদের দোকানদারি চালিয়ে যাচ্ছে. সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাছে দোকানদাররা জানিয়েছেন জায়গার প্রকৃত মালিক যিনি তিনি নাকি তাদেরকে কোন কিছুই বলেননিবরং শাহজান মিয়া এবং মন্ডল প্রেসিডেন্ট তাদের কি জায়গা ছেড়ে দিতে চাপ সৃষ্টি করে।মন্ডল প্রেসিডেন্ট এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন নাকি এই জায়গাটি ১২ কোটি টাকার বিনিময়ে ক্রয় করেছেন।জায়গার প্রকৃত মালিক দিলীপ বর্ধন এবং শম্ভু বর্ধন
জায়গার পরিমান এক কানি ১৫ গন্ডা।

0 মন্তব্যসমূহ