বিদ্যুৎ না থাকার সুযোগে বেন্টাইলটার দিয়ে ঘরে প্রবেশ করে বাইক ও নাগাদ টাকা চুরি!মুখ লুকিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ স্থানীয়দের প্রশ্নের মুখে।

 বিদ্যুৎ না থাকার সুযোগে বেন্টাইলটার দিয়ে ঘরে প্রবেশ করে বাইক ও নাগাদ টাকা চুরি!মুখ লুকিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ স্থানীয়দের প্রশ্নের মুখে।

ঘটনা লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া মণ্ডল পাড়ায়।TR01AK 6954 নম্বরের বাইক সহ 5 হাজার নগদ টাকা নিয়ে যায় চোরের দল। বামুটিয়া ফাঁড়ি এলাকায় এক সপ্তাহ যেতে না যেতেই দুই দুইটি বাইক চুরির ঘটনায় পুলিশের বিরোদ্ধে চরম ক্ষোভ বিরাজ করছে।বিদ্যুৎ না থাকার সুযোগে আবারও বাইক চুরি,মুখ লুকিয়ে পালালো পুলিশ


বিদ্যুৎ না থাকার সুযোগে আবারও বাইক চুরি বামুটিয়ায়,ঘটনাস্থল থেকে মুখ লুকিয়ে পালালো পুলিশ।ঘটনা লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া মণ্ডল পাড়ায়।জানা যায় মঙ্গলবার গভীর রাতে লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া মণ্ডল পাড়ার ঠাকুরচাঁদ সরকারের ছেলে লিটন সরকারের TR01 AK 6954 নম্বরের পালসার এন এস ১৬০ সিসির ব্ল্যাক রেড কালারের বাইকটি চুরি করে নিয়ে যায় চোরের দল।এবং রিপন সকারের ঘর থেকে নগদ ৫ হাজার টাকা সমেত বিভিন্ন সামগ্রী নিয়ে যায় ।জানা যায় রিপন সরকার বাড়িতে না থাকার সুযোগে এই চুরি কান্ড ঘটে তার ঘরে।বাড়ির মালিক ও স্থানীয়দের দাবি স্থানীয় ড্রাগস সেবনকারীদের সহযোগিতায় এই ঘটনা ঘটে এর পেছনে ড্রাগস কারবারি,ড্রাগস সেবনকারীরা যুক্ত রয়েছে।এক সপ্তাহ যেতে না যেতেই দুই দুইটি বাইক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশের ভুমিকায় চরম ক্ষোভ বিরাজ করছে গোটা বামুটিয়া এলাকায়।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিপন সরকার জানান তিনি বাড়িতে না থাকার সুযোগে বাড়ির ওয়াল বেয়ে বেন্টিল্টার দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে চোরের দল।গত ১১জুন লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রথখলা এলাকা থেকে একটি বাইক চুরির এক সপ্তাহ যেতে না যেতেই আবারও মঙ্গলবার গভীর রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে দক্ষিণ রাঙ্গুটিয়া মণ্ডল পাড়ার বাইক চুরির ঘটনায় গোটা এলাকায় পুলিশের ভুমিকায় চরম ক্ষোভ বিরাজ করছে।এই এলাকায় পুলিশের কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠছে পাশপাশি সীমান্তরক্ষী আধাসামরিক বাহিনী বিএসএফ এর ভূমিকায় ওঠছে নানান প্রশ্ন।বেড়েই চলছে গরু চুরি,বাইক চুরি।এলাকার জনগনের অভিযোগ চোরের দল গরু বাইক চুরি করে বাংলাদেশে পাচার করে দিচ্ছেন।পুলিশ কোনো চুরি কান্ডই সুরাহা করতে পারেনি আজও।এখন দেখার আদৌকি লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া ফাঁড়ির পুলিশ আইনের আওতায় আনতে পারবে চোরের দলকে,পাশপাশি বিএসএফ কি ভূমিকা পালন সীমান্ত পাচারের বিষয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ