কৈলাসহরে রাতের পর এবার দিনের বেলায় একের পর এক বাড়িতে চুরি কান্ড ঘটার পর এবার প্রকাশ্য শহরে দিনের বেলায় চলছে টাকা ছিনতাই!
কৈলাসহর থানার পুলিশ নীরব দর্শকের ভুমিকা পালন করছে। গোটা কৈলাসহরে তীব্র আতংক বিরাজ করছে। কৈলাসহরের থানা থেকে চারশো মিটারের মধ্যে এক মহিলার ব্যাগ থেকে দশ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। শুধু তাই নয়, ছাব্বিশ জুন বুধবার দুপুরে কৈলাসহর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে টাউন কালীবাড়ির সামনে থেকে এক ব্যক্তির কাছ থেকে কুড়ি হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। পুর পরিসদ এলাকায় এভাবে প্রকাশ্য দিনের বেলায় একের পর এক ছিনতাই কান্ড ঘটলেও কৈলাসহর থানার পুলিশের ভুমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কৈলাসহরের ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের বনগাঁও গ্রামের বাসিন্দা পেশায় কৃষি দপ্তরের কর্মী রাফিয়া বেগম সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, উনি কৈলাসহরের থানা রোডের এক এ.টি.এম কাউন্টার থেকে দশ হাজার টাকা তোলে উনার ছোটো এক ব্যাগে টাকা গুলো রেখে টাকা ভর্তি সেই ছোটো ব্যাগ উনার নিজের আরেকটি বড় ব্যাগের ভিতরে রেখে দিয়ে উনি সেই বড় ব্যাগ নিয়ে গার্লস স্কুল রোডের এক ফার্মেসিতে গিয়ে ঔষধ পাল্টানোর সময় উনার পাশে কয়েকজন অপরিচিত মহিলা ছিলেন। সম্ভবত সেই মহিলারা উনার বড় ব্যাগ থেকে টাকা ভর্তি ছোটো ব্যাগটি নিয়ে যায়। পরবর্তী সময়ে রাফিয়া বেগম উনি কাপড়ের দোকানে গিয়ে কাপড় কিনে টাকা দেওয়ার সময় বড় ব্যাগের ভিতরে টাকা ভর্তি সেই ছোটো ব্যাগটি না পেয়ে উনি হতভম্ব হয়ে যান। হতাশ রাফিয়া দেবী সাথে সাথে কৈলাসহর থানায় এসে লিখিত অভিযোগ করেন। অন্যদিকে কৈলাসহরের মাগুরুলী গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা সদরউদ্দিন ছাব্বিশ জুন বুধবার বিকেলে কৈলাসহরের থানা রোডের এক এ.টি.এম কাউন্টার থেকে সাতাশ হাজার টাকা তোলে উনার মেয়েকে সাত হাজার টাকা দিয়ে কুড়ি হাজার টাকা উনার পাঞ্জাবির উপরের পকেটে রেখে দেন। পরবর্তী সময়ে সদরউদ্দিন নিজ বাড়িতে যাবার জন্য উনি একটি ই-রিক্সাতে উঠেন। উনি ই-রিক্সাতে উঠার পর দুই জন অপরিচিত মহিলাও ই-রিক্সাতে উঠেন। উনাদের নিয়ে ই-রিক্সাটি টাউন কালীবাড়ির সামনে যাবার পর ই-রিক্সাতে থাকা দুইজন মহিলা নেমে যান। কিছুক্ষণ পর হঠাৎ সদরউদ্দিন উনার উপরের পকেটে টাকা নাই দেখে উনিও হতভম্ব হয়ে পড়েন। সাথে সাথেই সদরউদ্দিন কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করেন। ছিনতাই কান্ড থেকে স্পষ্টতই বুঝা যায় যে, দুইটি ছিনতাই কান্ডই মহিলারা করেছে এবং দুইটি ছিনতাই কান্ডে মহিলারা জড়িত রয়েছে। ছাব্বিশ জুন দিনের বেলায় কৈলাসহর থানার ৫০০মিটারের মধ্যে বিমল কৃষ্ণ রায়ের বাড়িতে ঢুকে দু:সাহসিক চুরির এভাবে ছিনতাই কান্ড ঘটে যাওয়ায় গোটা কৈলাসহর শহর জুড়ে তীব্র আতংক বিরাজ করছে।

0 মন্তব্যসমূহ