অসুস্থ সাংবাদিককে উন্নত চিকিৎসার জন্য আর্থিক দান সর্বভারতীয় জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি আর্থিক সাহায্য সহযোগিতা

অসুস্থ সাংবাদিককে উন্নত চিকিৎসার জন্য আর্থিক দান সর্বভারতীয় জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি আর্থিক সাহায্য সহযোগিতা 


বিতীর্ণ প্রতিনিধি,বিশালগড়। ২৯ জুন।।মরণব্যাধি লিভারের অসুখে আক্রান্ত হয়ে ঘোরতর অসুস্থতায় ভোগছেন চড়িলামের সাংবাদিক দ্বীপ শীল। দ্বীপ একজন তরুণ সাংবাদিক। রাজ্যের বৈদ্যুতিন মাধ্যমের সাথে যুক্ত এই সাংবাদিক গত আড়াই মাস ধরে অসুস্থ। রাজধানীর রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালে অনেক দিন চিকিৎসাধীন থাকার পর তেমন কোন শারীরিক উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ছোট বেলায় পিতৃ হারা সাংবাদিক দ্বীপ আর তার মা এই কথা শোনার পর তাদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ার অবস্থা। দিশে হারা হয়ে পড়েন দ্বীপ ও তার মা। কোথায় পাবেন এত টাকা চিকিৎসার জন্য কোন কিছু কুলকিনারা না করতে পেরে রাজ্যের বরিস্ট সাংবাদিক তথা রাজ্যের জনপ্রিয় বৈদ্যুতিন মাধ্যম হেডলাইনস ত্রিপুরার এডিটর প্রণব সরকারের দ্বারস্থ হন দ্বীপ ও তার মা।


এই খবর পেয়ে তিনি উদয়পুর ছাতাড়িয়ার বিশিষ্ট সমাজসেবী আলী আশ্রব মিঞা ওরফে জালাল মিঞাকে সঙ্গে নিয়ে শনিবার চড়িলামের সাংবাদিক দ্বীপের বাড়িতে ছুটে যান প্রণব সরকার। জালাল মিঞা আর পাঁচটি সমাজ সেবার মত চিকিৎসার জন্য দ্বীপের হাতে তুলে দেন কিছু নগদ অর্থ। বরিষ্ট সাংবাদিক প্রণব সরকারও বট বৃক্ষের মত পাশে এসে দাঁড়ান ছায়ার মত। দুজনের সাহায্য পেয়ে দ্বীপ ও তার মা চোখের জল ধরে রাখতে পারেননি। হত দরিদ্র এই তরুণ সাংবাদিক সুস্থ হয়ে আবারো খবরের ময়দানে স্ব-মহিমায় ফিরে আসুক এমনটাই কামনা করেছেন প্রণব সরকার এবং সমাজসেবী জালাল মিঞা। অসুস্থ এই সাংবাদিকের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে মনের দিক থেকে অনেকটাই তৃপ্তি বোধ করেছেন প্রণব সরকার এবং জালাল মিঞা। জালাল মিঞার এহেন কাজের ভুয়সী প্রশংসা করেছেন বরিস্ট সাংবাদিক প্রণব সরকার। জালাল মিঞাকে এই কাজ জারি রাখার জন্য পরামর্শ দেন প্রণব সরকার। শনিবার দ্বীপের বাড়িতে গিয়ে যে কোন মানুষ এই দৃশ্য দেখলে প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য গানটির কথা মনে পড়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ