সোমবার দুপুর বেলা কৈলাশহর ইছবপুর ৩ নং ওয়ার্ড এলাকায় প্রভাকর ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটে এক ব্যক্তির তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, জলাই এলাকার বাসিন্দা, প্রীতম সিনহা সহ আরেক যুবক একটি গাড়ি নিয়ে ওই এলাকায় যায় বেকারির বিস্কুট বিক্রি করতে, বিক্রি করা শেষ হলে ওরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। প্রীতম সিনহা তার গাড়িটিকে ব্যাক গেয়ার করার সময় পথচারী ওই এলাকার বাসিন্দা মানিক লাল দেবকে পেছন দিক দিয়ে সজুড়ে ধাক্কা মারে এবং যার ফলে তিনি সেই গাড়ির চাকার নিচে পড়ে যান উনাকে রাস্তার পিষে ফেলে সেই গাড়িটি।
রক্তে ভেসে যায় গোটা রাস্তা ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান, স্থানীয়রা ঘটনাস্থলে এসে ভিড় জমায় এরপর মানিক লাল দেবকে নিয়ে যাওয়া হয় কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে বর্তমানে মানিক লাল দেবের মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে ময়নাতদন্ত করার পর তার পরিবারের লোকেদের হাতে তার মৃতদেহ তুলে দেওয়া হবে বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভি ডারলং,DSP উৎপলেন্দু দেবনাথ, কৈলাশহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার, কৈলাশহর থানার SI উজ্জল চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসের বাহিনী উনারা গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন। পাশাপাশি সেই গাড়িটিকে আটক করে কৈলাশহর থানায় নিয়ে আসে পুলিশ বর্তমানে গাড়িটি কৈলাশহর থানার হেফাজতে রয়েছে, পাশাপাশি গাড়ির চালক প্রীতম সিনহা সহ আরেক যুবককে গ্রেফতার করে কৈলাশহর থানায় নিয়ে আসে পুলিশ বর্তমানে ওরা কৈলাশহর থানার হেফাজতে রয়েছে, উক্ত বিষয় নিয়ে মৃত মানিক লাল দেবের ভাই সজল দেব ওই গাড়িটির বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে পুলিশ অভিযোগ মূলে মামলাটি গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। মামলাটির নম্বর হল 83/2024, দুর্ঘটনা গ্রস্থ গাড়িটির নম্বর হল TR02L1604 উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।


0 মন্তব্যসমূহ