গ্রাম পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরে প্রতিটি রাজনৈতিক দলের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। বসে নেই ইন্ডিয়া জোটও। ইন্ডিয়া জোটের পক্ষে কংগ্রেস এবং সি.পি.আই.এম দল ঊনকোটি জেলার জেলা পরিসদ, জেলার অধীনে থাকা কুমারঘাট পঞ্চায়েত সমিতি, চন্ডীপুর পঞ্চায়েত সমিতি ও গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং জেলার অধীনে থাকা সবকয়টি গ্রাম পঞ্চায়েত ভোটে একসাথে মিলে বিজেপির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
বাইট- বিরজিত সিনহা।
সাংবাদিক সম্মেলনে সি.পি.আই.এম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান যে, আসন্ন নির্বাচনে তেরো আসন বিশিষ্ট ঊনকোটি জেলা পরিসদের কুমারঘাট ব্লকের অধীনে ছয়টি আসন রয়েছে। এই ছয়টি আসনের মধ্যে কংগ্রেস তিনটি আসনে ও সি.পি.আই.এম তিনটি আসনে প্রার্থী দেবে। গৌরনগর ব্লকের অধীনে থাকা চারটি আসনের মধ্যে কংগ্রেস দুইটি আসনে ও সি.পি.আই.এম দুইটি আসনে প্রার্থী দেবে। চন্ডীপুর ব্লকের অধীনে থাকা তিনটি আসনের মধ্যে কংগ্রেস একটি আসনে ও সি.পি.আই.এম দুইটি আসনে প্রার্থী দেবে। এভাবে জেলার তিনটি পঞ্চায়েত সমিতি এবং জেলার অধীনে থাকা সবকয়টি গ্রাম পঞ্চায়েতের আসনেও একত্রিত হয়ে প্রার্থী দেওয়া হবে বলে জানান কৃষ্ণেন্দু চৌধুরী। কংগ্রেস এবং সি.পি.আই.এম দুই দল একত্রিত হয়ে ইন্ডিয়া জোটের হয়ে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়াতে ভোটের লড়াই অনেকটাই কঠিন হয়ে গেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত

0 মন্তব্যসমূহ