কোনভাবেই থামানো যাচ্ছে না মাদক ব্যাবসাইক হিরন ফকিরের ছেলে এমদাদকে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেয়ারী ইউনিয়নের সিমরাইল গ্রামে হিরন ফকিরের ছেলে এমদাদ মাদক ব্যাবসা হতে মাদক সেবন সব কিছু যেনো তার কাছে পেশা হয়ে দারিয়েছে।
কোটাবিরোধী আন্দোলনের পর পুলিশ প্রশাসন কর্মরত না থাকার কারণে বেপরোয়া হয়ে গিয়েছেন কিছু প্রতাপশালী মাদক কারবারীরা।
হিরন ফকিরের এমদাদ হোসেন যার নামে একাধিক মাদক মামলাও রয়েছে এদের নামে।
পুরাতন বাজারের মসজিদের পশ্চিম পাশে তার লোক দেখানো একটি ডেকোরেশন এর দোকান রয়েছে সে দোকানে প্রতিদিনই চলে মাদক সেবক এবং পাইকারি খুচরা বিক্রয় করে।
মূলত ওই ডেকোরেটার দোকানটি হচ্ছে লাইসেন্স বা লোক দেখানো একটা প্রতিষ্ঠান যে দোকানের আড়ালে সবসময় মাদক কেনাবেচা চলে।
প্রতিনিয়ত মসজিদের সামনে ইয়াবা বিক্রি হচ্ছে এবং দোকানের ভিতরও সেবন করা হচ্ছে।
এবং স্থানীয় প্রভাতশালী ব্যক্তিদের ছত্রছায়ায় ব্যবসা করেন হিরন ফকিরের ছেলে এমদাদ তার সাথে জড়িত সিমরাইল গ্রামের সাবেক কাউন্সিলরের ছেলে ফিরোজ,ও হাজির ছেলে বাসু মিয়া।
এমদাদ ডেকোরেশনের দোকানের আড়ালে চলে রমরমা মাদক বাণিজ্য।
দ্বীন ইসলাম
কুমিল্লা ক্রাইম বার্তা

0 মন্তব্যসমূহ