ধলাই জেলার ছৈলেংটা এলাকায় প্রসন্ন দাস নামে এক ব্যক্তি চিকিৎসার নামে প্রতারণা করে বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে অভিযোগ।
ঐ ব্যক্তির বিরুদ্ধে প্রতারিত হওয়া বহু মানুষ ছৈলেংটা থানায় একাধিক অভিযোগ দায়ের করলেও কোন এক অজ্ঞাত কারণে মামলা নিতে রাজি নন ছৈলেংটা থানার OC এবং মহকুমা SDPO। SDPO র বক্তব্য কোন প্রমাণ নেই তাই মামলা নেওয়া হচ্ছে না।
এরমধ্যে প্রসন্ন দাস নামে ঐ ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকরা নিউজ প্রকাশিত করার পর সামাজিক মাধ্যমে হুমকি-ধমকি দিয়ে দুই সাংবাদিকদের বিরুদ্ধে আদালতে মামলা করে ওই ব্যক্তি। প্রশ্ন হল রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের আমলে অন্যায়কে তুলে ধরাও কি অপরাধ। যদি তা না হয় তাহলে কেন মামলা নিচ্ছে না ছৈলেংটা থানার পুলিশ। বিবরণে প্রকাশ ধলাই জেলার ছৈলেংটা মহকুমা হাসপাতালের কাছে প্রাইভেট চেম্বার কোলে প্রসন্ন দাস নামে এক ব্যক্তি পিজিইউ তেরেপির মাধ্যমে বিভিন্ন রোগের ১০০% গ্যারানটির মাধ্যমে চিকিৎসা করে থাকে। এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিও পোস্ট করে ১০০% সুস্থ করে দেওয়ার গ্যারান্টি দেয় এবং সুস্থ না করে দিতে পারলে উল্টো এক কোটি টাকা দেওয়ার গ্যারান্টি দেয়। ওই ব্যক্তির এই ভিডিও দেখে বহু মানুষ তার কাছে চিকিৎসা নিতে যায় কিন্তু চিকিৎসা নিতে গিয়ে বহু মানুষ তার কাছে প্রতারিত হয়। সুস্থ হওয়া তো দূরের কথা উল্টো রোগীরা অসুস্থ হয়ে যায়। যে রোগীরা ঐ ব্যক্তির কাছে চিকিৎসা করাতে যায়।ওই রোগীদের চিকিৎসার মাঝে এক প্রকার জোরপূর্বক সুস্থ হয়ে গেছে বলে,রোগীদের মুখ থেকে বলিয়ে ভিডিও করে সামাজিক মাধ্যমে আপলোড করে দেয়। এই বিষয় নিয়ে বহু সংবাদ মাধ্যমের একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন কি কারনে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না জনমনে উঠছে প্রশ্ন। শুনুন ওই ব্যক্তির কাছ থেকে চিকিৎসা নেওয়া এক রোগী কি বলছে,
0 মন্তব্যসমূহ