উওর জেলার পানিসাগর থানাধীন পেকুছড়া গ্রামে গাছ কাটতে গিয়ে মর্মান্তিক দূর্ঘটনায় ঘটনাস্হলে মৃত্যু হয় এক শ্রমিকের।
ঘটনার বিবরণে জানা যায় যে,পেকুছড়া গ্রামের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মনোরঞ্জন নাথ এর পুএ রঞ্জিত নাথ এর বাড়িতে একটি আম গাছ কাটতে শ্রমিক হিসেবে আসে বিলথৈ গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল হক,বয়স ৪৫,পিতা মৃত জালাল উদ্দীন এবং বিলথৈ চাঁদপুর গ্রামের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা শংকর নাথ,বয়স ১৮,পিতা প্রদিপ নাথ।
বাড়ির মালিক জানান ওদের বাড়িতে বহু পুরাতন একটি আম গাছ কাটতে গিয়ে ঘটে এই বিপওি। গাছ কাটতে গিয়ে শ্রমিকরা ব্যাবহার করে পেট্রোল চালিত গাছ কাটার মেশিন। গাছ কাটা চলাকালীন সময়ে আকস্মিক ভাবে ঘটে যাওয়া দূর্ঘটনার কবলে পড়ে নজরুল হক। আম গাছটি বহু পুরাতন হওয়াতে গাছটির অধিকাংশ অংশই ক্ষতের কারনে পেট্রোল চালিত গাছ কাটার মেশিন দিয়ে কাটার সময় আকস্মিক ভাবেই বৃহৎ আকার গাছটি হঠাৎ করে হুরমুড়িয়ে ভেঙে পড়ে। আর বৃহৎ আকার গাছের তলায় চাপা পড়ে ঘটনাস্হলেই মর্মান্তিক মৃত্যু ঘটে নজরুলের। ঘটনার পরপরই বাড়ি মালিক সহ আশপাশ এলাকার লোকজনের চিৎকার চেচামেচিতে বাড়িতে ভীর জমায় সাধারন জনগন। খবর পেয়ে ঘটনা স্হলে পৌঁছায় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীগন এবং এলাকাবাসীদের সহায়তায় দীর্ঘ প্রায় এক ঘন্টা অতিবাহিত হওয়ার পর মৃত দেহ উদ্ধার করে নিয়ে আসে পানিসাগর মহকুমা হাসপাতালে । দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় পানিসাগর থানার পুলিশ এবং দূর্ঘটনার আসল রহস্য উন্মোচন তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।।।
0 মন্তব্যসমূহ