খোয়াই জেলা সনাতন ধর্ম সম্মেলন অভিজিৎ দত্ত ভৌমিকের আহবানে

 খোয়াই জেলা সনাতন ধর্ম সম্মেলন অভিজিৎ দত্ত ভৌমিকের আহবানে


খোয়াই, ৩১ ডিসেম্বর।। খোয়াই জেলার সকল সনাতনী ভাই বোন তথা ভক্ত বৃন্দদের প্রতি আহ্বান প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশে সনাতন ধর্মাবলম্বী মানুষজন আক্রান্ত। বাংলাদেশে সনাতন ধর্মের মানুষ ও সাধু-বৈষ্ণবরা যেভাবে অত্যাচারিত হয়েছে, যেভাবে বাড়ি ঘর মন্দির ভেঙে পুড়িয়ে লুটপাট করে, জমি বাড়ি দখল করে নিয়েছে, সনাতনীদের পিটিয়ে কুপিয়ে, আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, সনাতনী নারীদের অপহরণ ধর্ষন করা হয়েছে তা ভাষায় বর্ণনা করার নয়।ভারত ও পৃথিবীর কিছু দেশ প্রতিবাদ জানানোয় ,এখন বাংলাদেশে সনাতনীদের উপর চোরা গুপ্তা আক্রমন চলছেসনাতনী যুবকদের গোপনে মিথ্যে মামলায় জড়িয়ে পিটিয়ে জেল বন্দী করা হচ্ছে। বৈষ্ণব ভক্ত চিন্ময় কৃষ। প্রভু সহ আরো বিভিন্ন সাধুকে নিখ্যা রাষ্ট্রদ্রোহের মামলায় জেলেআবদ্ধ করে রেখে দেওয়া হচ্ছে। সাধুরপদে কোনো আইনজীবীকেলড়তে দেওয়া হচ্ছে না। ব্যারিষ্টার রমন রায়কে সাধুদের পক্ষে মামলা লড়তে যাওয়ায় পিটিয়ে অর্ধমৃত করে দেওয়া হয়েছে। বর্তমানে ব্যারিস্টার রবীন্দ্রনাথ ঘোষ চিন্ময় প্রভু সহ অন্যান্য সাধুদের পক্ষে দাঁড়িয়েছেন। তাঁকেও হত্যা করার চেষ্টা করছে উগ্র ধর্মান্ধ জেহাদি, সনাতন ধর্ম বিদ্বেষীরা। তারা আমাদের ভারত দখলের হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, ভারতের উগ্র ধর্মান্ধ সনাতন বিদ্বেষীরা এই দেশ দখল করে সকলকে পদানত করে ধর্মান্তরিত করে সেই মধ্যযুগীয় অন্ধকার তথা তালিবানিয় শাসন কায়েম করার ষড়যন্ত্রে নেমেছে।

এই অবস্থায় আমরা সনাতন ধর্মাবলম্বীরা দল মত সম্প্রদায় নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সকলকে সচেতন করতে চাই। আমাদের মধ্যে সুদৃঢ় ঐক্য না আসলে, এদেশে থেকেও আমরা রক্ষা পাবনা।সনাতনী সমাজের জাতি-উপজাতি-দল-মত-সম্প্রদায় নির্বিশেষে সকলের মধ্যে এই ঐক্যের বার্তা পৌঁছে দিতে আগামী শনিবার, বিকেল ২(দুই) টায় খোয়াই শহরে আমরা একটি শান্তিপূর্ণ, সম্পূর্ণ অরাজনৈতিক শোভা-যাত্রায় অংশ গ্রহন করে পরিশেষে একটি আলোচনা সভায় অংশ গ্রহন করতে চাই। এই শোভাযাত্রা ও আলোচনা সভায় কয়েকজন বিদেশী সনাতনী সাধুও উপস্থিত থাকবেন। সকল অংশের সনাতনী ভাই বন্ধুদের নিয়ে নিজেদের আশ্রম ও প্রতিষ্ঠানের সকলকে নিয়ে নির্দিষ্ট সময়ের আগে এই শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ গ্রহন করে আমাদের উদ্দেশ্যকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন

করতে আজ সাংবাদিক সম্মেলন করে আহবায়ক শ্রী অভিজিৎ দত্ত ভৌমিক খোয়াই জেলা সনাতন ধর্ম সংগঠনের পক্ষে আবেদন জানিয়েছেন। আজকের সাংবাদিক সম্মেলন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী সৌর প্রতিম শর্মা, আইনজীবী শ্রী ননী গোপাল দেবনাথ এবং সমাজ সেবী অসিত ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ