সংঘর্থরাম এলাকায় শাসক দলের যুব সম্মেলনে ৯ পরিবারের ৩৭ ভোটারের বিজেপিতে যোগদান__
জম্পুইজলা মহকুমার টাকারজলা বিধানসভায় নতুন টাকারজলা মন্ডল সভাপতি হিসাবে নিযুক্ত হলেন নির্মল দেববর্মা। তিনি পূর্বতন টাকারজলা মন্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মার পরিবর্তে দায়িত্বভার গ্রহণ করেছেন। নতুন মন্ডল সভাপতি নির্মল দেববর্মা দলের যুব সংগঠনের সমস্ত সদস্যদের একত্রিত করে রবিবার দিন বিকেল বেলা জম্পুইজলা সংঘর্থরাম এলাকায় সম্মেলনের আয়োজন করেন। যুব সম্মেলনে দলের যুব সংগঠনের নেতৃত্বদের তরফে মন্ডল সভাপত কে দেওয়া হয় সংবর্ধনা। পাশাপাশি অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। দল এবং সংগঠন কে মজবুত করার লক্ষ্যে দলের যুব সংগঠনের নেতৃত্বদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করেন মন্ডল সভাপতি। তিনি আগামী দিনে সবাইকে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন। পাশাপাশি শাসকদলের টাকার জলা যুব সম্মেলনে সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে ৯ পরিবারের ৩৭ ভোটার বিজেপি দলে যোগদান করেন। তাদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিজেপি দলের টাকার জলা মন্ডল সভাপতি নির্মল দেববর্মা সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা এবং বিপিন দেববর্মা।। নতুন মণ্ডল সভাপতি পেয়ে দলের টাকারজলা বিধানসভার সমস্ত স্তরের যুবকরা আনন্দে উৎফুল্ল। সবাইকে নিয়ে কাজ করে আগামী দিনে টাকারজলা বিধানসভায় সংগঠন এবং দলকে মজবুত করার পাশাপাশি দলীয় কর্মসূচি এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলো যাতে মানুষের দরজায় পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেও কাজ করা হবে বলে জানিয়েছেন যুব সম্মেলনে মন্ডল সভাপতি নির্মল দেববর্মা।
0 মন্তব্যসমূহ