গাঁজা,অটো, স্কুটি সহ আটক দুই দুর্গা বাড়ি এলাকায় বিস্তারিত ওসি এয়ারপোর্ট
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার অন্তর্গত দূর্গা বাড়ি শ্মশান এলাকায় এমবুজ পেতে গাঁজা, অটো গাড়ি,স্কুটি সহ ২ জনকে আটক করতে সক্ষম হয় এয়ারপোর্ট থানার পুলিশ।এই অভিযানের নেতৃত্বে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল সহ বিশাল পুলিশ ও টি এস আর বাহিনীর জোয়ানরা। ওসি অভিজিৎ মন্ডল জানান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান করা হয় এবং প্রায় ১০ কেজি শুকনো গাঁজা সমেত ২জনকে আটক করেন তাদের বিরুদ্ধে এন ডি পি এস আইন অনুযায়ী মামলা নিয়ে তদন্ত করা হবে। পাশাপাশি সেই সময় এক নেশা নেশা কারবারি ঘটনাস্থলে আসে এবং পুলিশকে দেখে ঘটনাস্থল থেকে স্কুটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।গাঁজা,TR 01 G 3651 নম্বরের অটো গাড়ি,TR 01 AX 9748 নম্বরের স্কুটি সহ ২ জনকে নিয়ে যাওয়া হয় থানায়।বলা বাহুল্য শাসক দল সমর্থিত বি এম এস এর অধীনে থাকা অটো গাড়িগুলি বর্তমানে এই নেশা কারবার সঙ্গে ব্যাপকভাবে জড়িত বিভিন্ন সময় এই চিত্র রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উঠে আসে। যদিও এই বিষয়ে যাতে করে অটো চালকরা অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত না হয় বিএমএস এর পক্ষ থেকে কর্যাকলাপ লক্ষ্য করা যায় না।এখন দেখার নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে নেশা কারবারের সঙ্গে যুক্তদের এবং অটোর নেশা কারবারের সঙ্গে ব্যাপক ভাবে জড়িয়ে যাওয়ার বিষয়ে সরকার,পুলিশ ,bms কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না..
0 মন্তব্যসমূহ